January 19, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় নয়ন হত্যার প্রধান আসামি গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি

হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার

দ. প্রতিবেদক
খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন খুলনা বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহছানউল্লা হল গেটের বিপরীতে প্রকাশ্যে মো. নয়ন (২৩) নামের এক যুবককে ছুরি মেরে হত্যার ঘটনায় প্রধান আসামি শাকিব (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি গল্লামারী পাম্পের পিছনে মোহাম্মাদনগর এলাকার মোঃ শামীম রেজার ছেলে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুও উদ্ধার করা হয়েছে। পরে আসামি শাকিব হত্যাকাণ্ডের দায় স্বীকার করে শুক্রবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুস সামাদ আসামির জবানবন্দি রেকর্ড করেন।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলার শ্রীপুর থানাধীন দাড়িয়াপুর গ্রাম থেকে শাকিবকে গ্রেফতার করা হয়। আসামির দেয়া তথ্যমতে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু লবণচরা থানাধীন মোহাম্মদনগর ফাতেমা মসজিদের পশ্চিম পাশে ঘাসের মধ্যে থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেছেন। হত্যা মামলায় শাকিব মূলত ৩নং আসামি হলেও তিনিই প্রধান আসামি।
প্রসঙ্গত, খুবি’র খান বাহাদুর আহসানুল্লাহ হল গেটের বিপরীতে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গত ২৮ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে স্থানীয় ‘সুজন-ইব্রাহিম’-এর চায়ের দোকানের সামনে নয়ন এবং রাকিব এই দুই গ্রুপের মধ্যে পূর্ব শত্রুতার জের ধরে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে রাকিব গ্রুপের রাজু, সুজন ও শাকিব তিনজন মিলে নয়নকে পেঁছন থেকে ঝাপটে ধরে। আর রাকিব তার বুকের মধ্যখানে ছুরি দিয়ে আঘাত করে। এতেই নয়নের মৃত্যু হয়। নিহত নয়ন নগরীর গল্লামারী ইসলামনগর এলাকার মো. মালেক সরদারের ছেলে। এ ঘটনায় ওই রাতেই নিহতের বড় ভাই রাসেল ইসলাম বাবু বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে হরিণটানা থানায় হত্যা মামলা দায়ের করেন। যার নং-৮, তারিখ-২৯/০১/২০২১ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। এজাহারে শাকিব ৩নং আসামি।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *