December 22, 2024
আঞ্চলিক

খুলনায় নৌবাহিনীর জরীপ জাহাজ ‘তল্লাশী’র ডি-কমিশনিং অনুষ্ঠিত

আইএসপিআর

সফলভাবে অপারেশনাল ও জরীপ কার্য পরিচালনার পর আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর বহর হতে বানৌজা ‘তল্লাশী’ জাহাজকে ডি-কমিশনিং করা হয়েছে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি ও জরীপ কার্যের প্রযুক্তিগত উন্নয়নের প্রেক্ষিতে জাহাজটিকে নৌবহর হতে ডি-কমিশনিং করা হয়।

গতকাল বৃহস্পতিবার বানৌজা তিতুমীর ঘাঁটিস্থ নৌ জেটিতে খুলনা নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি অনুযায়ী জাহাজটিকে নৌবহর হতে ডি-কমিশন করেন। এ সময় খুলনা নৌ অঞ্চলের উচ্চপদস্থ কর্মকর্তা এবং নাবিকগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বানৌজা তল্লাশীকে ১৯৮৩ সালের ১০ নভে¤¦র  বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন করা হয়। জাহাজটি প্রায় ৩৬ বছর বাংলাদেশের সমুদ্র উপকূলীয় এলাকায় জরীপ কার্য পরিচালনা করেছে। পাশাপাশি জাহাজটি চোরাচালান, সন্ত্রাস দমন, জাটকা নিধন প্রতিরোধ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সহায়তা প্রদানসহ নিয়মিত বিভিন্ন টহল ও সমুদ্র মহড়ায় অংশগ্রহণ করে। এছাড়া নৌবহরে অর্ন্তভূক্তির পর থেকে বিভিন্ন সময় জাহাজটিতে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে উল্লেখযোগ্য সংখ্যক নৌসদস্য পেশাগত জ্ঞান ও দক্ষতা অর্জন করে।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *