খুলনায় নারী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্জ্বলন
তথ্য বিবরণী
খুলনায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় শহীদ হাদিস পার্কে মোমবাতি প্রজ্জ্বলন ও আঁধার ভাঙ্গার শপথ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথি মেয়র বলেন, দেশে নারী ক্ষমতায়ণ প্রতিষ্ঠা করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে এখনও নারী নির্যাতন হয়। এই নির্যাতন বন্ধ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী নারী, তাদের উন্নয়ন ব্যতীত দেশের সামগ্রীক উন্নয়ন সম্ভব নয়। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নারীদের নিয়োগ বেড়েছে।
অনুষ্ঠানে খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নার্গিস ফাতেমা জামিন, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, এ্যাডভোকেট মোঃ মমিনুল ইসালম ও নারী নেত্রী শামীমা সুলতানা শিলুুসহ বিভিন্ন বেসরকারি সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থার নেত্রীরা বক্তৃতা করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন এবং বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ প্রচার করা হয়।