খুলনায় নারী ও শিশু ধর্ষণকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনায় নারী ও শিশু ধর্ষণকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার নগরীর পিকচার প্যালেস মোড়ে খুলনা জেলা সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা( সুনাম) কমিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এস এম সোহেল ইসহাক, জেলা কমিটির সদস্য এস কে এমডি বাহালুল আলম, ডা. নয়ন পাল, এ্যাড মনিবুর রহমান, মাকসুদা আক্তার, নিরাপদ সড়ক চাই সভাপতি এস এম ইকবাল হোসেন, আ. রহিম, দিঘলিয়া উপজেলা সুনাম কমিটির সাধারণ সম্পাদক বেনজির আহমেদ মুকুল, শীলা রাণী দে, সাবীনা আক্তার, ময়না দে, মো. নয়ন, বিদ্যুৎ বর্মন, স্বর্ণা খাতুন, আমিনুর রহমান, শারির প্রকল্প সমন্বয়কারী বিষ্ণু পদ দাস, এ্যাড. কর্মকর্তা শান্তনু কুমার দাশ, হিউম্যানিটি ওয়াচের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সেলিম, মানবাধিকার কর্মী হুমায়ূন কবির প্রমুখ।
এ সময় বক্তারা খুলনার খালিশপুর, ডুমরিয়াসহ বিভিন্ন এলাকায় নারী ও শিশু ধর্ষনের শিকার হলেও আইন-শৃঙ্খলাবাহিনী ও প্রশাসন তাদেরকে আইনের আওতায় আনতে পারেনি। এভাবে একের পর এক নারী ও শিশু ধর্ষনকারীরা পার পেয়ে যাওয়ায় সমাজে ধর্ষনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নারী ও শিশু ধর্ষণকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানান বক্তারা।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ