January 19, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় নারীসহ চোরচক্রের ৩ সক্রিয় সদস্য গ্রেফতার

দ. প্রতিবেদক
খুলনায় নারীসহ চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৬ সদস্যরা। গত বুধবার রাতে লবণচরা থানাধীন খানজাহান আলী (রূপসা) সেতু সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ বিষয়ে তাদের বিষয়ে বাগেরহাটের ফকিরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- বাগেরহাটের কচুয়া থানাধীন নরেন্দ্রপুর এলাকার মোঃ উজ্জল কাজীর ছেলে রোকসানা বেগম (৩০), খুলনার ডুমুরিয়া থানাধীন টিপনা এলাকার মৃত নাজিম সরদারের ছেলে মোঃ রেজাউল সরদার (৩৮) ও মৃত ফটিক হাওলদারের ছেলে মোঃ আব্দুর রাজ্জাক হাওলদার (৪০)।
র‌্যাব-৬ সূত্র জানায়, লবণচরা থানাধীন খানজাহান আলী (রূপসা) সেতুর পশ্চিম পাশে চেকপোষ্ট করাকালীন সময় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, কতিপয় চোরচক্রের সদস্যরা গরু চুরি করে একটি পিকআপযোগে খুলনা শহরের দিক হতে খানজাহান আলী (রূপসা) সেতুর দিকে আসছে। এরূপ সংবাদের ভিত্তিতে সেতুর পশ্চিম পাশে শান্তা ফার্নিচার ও ডোর সেন্টার দোকানের সামনে থেকে গরু ভর্তি একটি পিকআপসহ র‌্যাব সদস্যরা ওই তিনজনকে গ্রেফতার করে। তবে তাদের সহযোগী মোঃ উজ্জল কাজী (৩৪) ও ইমরান শেখ (৩১) সহ অজ্ঞাতনামা ৩/৪ জন পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় চোরাইকৃত ২টি গরু, ১টি পিকআপ, ৩টি মোবাইল ফোন ও ৭টি সীমকার্ড উদ্ধার করা হয়।
র‌্যাব আরও জানায়, আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- তারা পলাতক আসামীদের সাথে পরস্পর যোগসাজসে বিভিন্ন জায়গা থেকে গরু চুরি করে অন্যত্র বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদেরসহ পলাতক আসামীদের বিরুদ্ধে ফকিরহাট থানায় মামলা রুজু করা হয়েছে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *