খুলনায় নারীর ক্ষমতায়ন প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়’র প্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাডঃ জুনাইদ আহমেদ পলক এমপি গতকাল বুধবার খুলনাতে প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্প (ঝযব চড়বিৎ চৎড়লবপঃ) এর প্রশিক্ষণ কর্মসূচি পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)’র মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্প’র উপ-প্রকল্প পরিচালক ফিরোজ সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক মাঈনউদ্দিন হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।
প্রতিমন্ত্রী উক্ত অনুষ্ঠানে উপস্থিত প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের খোঁজ-খবর নেন এবং তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বিশেষ বক্তব্য রাখেন এছাড়াও তিনি প্রশিক্ষণের ব্যাপারে সন্তোষ প্রকাশ করেন।