December 21, 2024
আঞ্চলিকলেটেস্ট

খুলনায় নানা আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

 

বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখার দাবি

 

দ. প্রতিবেদক

খুলনায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এবারের দিবসে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচিতে বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখার দাবি উঠেছে। বিশেষ করে লেখা ও পড়ার সময় বাংলার শুদ্ধ উচ্চারণ, বাংলা-ইংরেজির মিশ্রণ পরিহার করে বাংলা ভাষার সঠিক ব্যবহার ইত্যাদি।

খুলনা বিশ্ববিদ্যালয় : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে ২১ ফেব্রæয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। এ উপলক্ষে সকাল সাড়ে ৬ টায় শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলনের পর উপাচার্যের নেতৃত্বে প্রভাতফেরি কেন্দ্রীয় শহিদ মিনারে পৌঁছায়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে সেখানে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এ সময় ট্রেজারার, বিভিন্ন স্কুলের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধান, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্ট, বিভাগীয় প্রধানবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে মুক্তমঞ্চে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ সারওয়ার জাহানের সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ। আরও বক্তব্য রাখেন শিক্ষকদের মধ্যে প্রফেসর ড. মাহমুদ হোসেন, কর্মকর্তাদের মধ্যে উপ-রেজিস্ট্রার মোঃ তারিকুজ্জামান লিপন এবং শিক্ষার্থীদের মধ্যে গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী মোঃ মতিউর রহমান। এর আগে উপাচার্য আইন ডিসিপ্লিনের উদ্যোগে মুদ্রিত একুশের স্মরণিকা দেয়াল ভাঙ্গার গান এর চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, আইন স্কুলের ডিন, রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত), শিক্ষক সমিতির সভাপতি, প্রকাশনার সম্পাদক ও সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন। এরপর সকাল ১০-৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় মন্দির প্রঙ্গণে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলো বাদ জুম্মা ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া এবং সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় শহিদ মিনার ও অদম্যবাংলায় প্রদীপ প্রজ্জ্বলন।

কুয়েট : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ২০ ফেব্রæয়ারি বুধবার রাত ০৯টায় শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। একুশের প্রথম প্রহর রাত ১২ঃ০১ টায় বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন, সকাল ৯টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। সকাল সাড়ে ১০টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় ভারপ্রাপ্ত পরিচালক (ছাত্র কল্যাণ) ড. ইসমাঈল সাইফুল্যাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ, ইইই অনুষদের ডীন প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ড. মোহাম্মদ আরিফুল ইসলাম ও শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী।

পাবলিক রিলেশনস অফিসার মনোজ কুমার মজুমদার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. পিন্টু চন্দ্র শীল, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ আতাউর রহমান, ড. এম. এ. রশীদ হলের প্রভোস্ট প্রফেসর ড. সজল কুমার অধিকারী, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোঃ আব্দুল হাসিব, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ নূরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী, কর্মকর্তা সমিতির (আপগ্রেডেশন) সভাপতি জি. এম. মনিরুজ্জামান, কর্মচারী সমিতির (৩য় শ্রেণী) সভাপতি মোঃ মামুনুর রশীদ জুয়েল, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ইমরুল ইসলাম। এছাড়া, আসর বাদ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শহীদদের রুহের মাগফেরাত ও দেশের শান্তি, কল্যাণ কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

খুলনা প্রেসক্লাব : খুলনা প্রেসক্লাবের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে ২১ ফেব্রæয়ারি শুক্রবার সকালে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা। সভায় বক্তৃতা করেন ক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আলী আহমেদ, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য মকবুল হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক এস এম জাহিদ হোসেন ও মোঃ সাহেব আলী, সাবেক সদস্য সচিব ও নির্বাহী সদস্য মোঃ  মুন্সি মাহবুব আলম সোহাগ, যুগ্ম-সম্পাদক এস এম কামাল হোসেন, কোষাধ্যক্ষ সোহেল মাহমুদ, নির্বাহী সদস্য মোঃ রাশিদুল ইসলাম, সদস্য অমল সাহা, মোজাম্মেল হক হাওলাদার, মোঃ হুমায়ুন কবীর, শেখ আব্দুল্লাহ, কৌশিক দে প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, নির্বাহী সদস্য মোঃ সাঈয়েদুজ্জামান  স¤্রাট, সদস্য দেবব্রত রায়, নাজমা আক্তার, এস এম নূর হাসান জনি, ইউজার সদস্য জয়নাল ফরাজী, শশাংক শেখর স্বর্ণকারসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভার পরে ৫২’র ভাষা শহীদ, পরবর্তী বিভিন্ন সময়ে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে একুশের প্রথম প্রহরে শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

কেইউজে : একুশে ফেব্রæয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ১০টায় খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর উদ্যোগে ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে ১৯৫২ সালের ২১ ফেব্রæয়ারিতে নিহত সকল ভাষা শহীদের স্মৃতির প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

ইউনিয়নের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাঈয়েদুজ্জামান স¤্রাটের পরিচালনায় সভায় বক্তৃতা করেন সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু ও এস এম জাহিদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী ও মোজাম্মেল হক হাওলাদার, ইউনিয়নের সহ-সভাপতি মহেন্দ্র নাথ সেন, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, দেবব্রত রায়, এস এম কামাল হোসেন, শেখ আব্দুল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের সহ-সভাপতি মো. হুমায়ুন কবীর, সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক নূর হাসান জনি, সিনিয়র সাংবাদিক অমল সাহা, কৌশিক দে, বাবুল আকতার, সোহেল মাহমুদ, নাজমা আক্তার, দিলীপ বর্মণ, হাসানুর রহমান তানজির, এম ওয়াহিদুজ্জামান প্রমুখ।

এর আগে মহান শহীদ দিবসের প্রথম প্রহরে নগরীর শহীদ হাদিস পার্কের শহীদ মিনারে ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উল্লিখিত নেতৃবৃন্দ ছাড়াও আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মামুন রেজা, ওয়াহেদ-উজ-জামান বুলু, সুনীল দাস, এম এম মিন্টু, শেখ মাহমুদ হাসান সোহেল, শেখ তৌহিদুল ইসলাম তুহিন, শরিফুল ইসলাম বনি ও পলাশ দত্ত।

জাতীয় পার্টি : ২১ ফেব্রæয়ারী বেলা ১১টায় দলীয় কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মহানগর জাতীয় পার্টির আহŸায়ক সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাসের সভাপতিত্বে এবং জাপার কেন্দ্রীয় সদস্য এ্যাড. এস এম মাসুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেনÑমহানগর জাপার সাবেক সদস্য সচিব মোল্যা শওকাত হোসেন বাবুল, জাপার কেন্দ্রীয় সদস্য তোবারক হোসেন তপু, জাপা নেতা আব্দুস সামাদ খান, এস এম শাহজাহান, শাহ মোঃ লায়েকুল্লাহ, মকিম হোসেন মৃধা, দেলোয়ার হোসেন লালু, এস এম আনিসুর রহমান, মোল্লা ই¯্রাফিল হোসেন, ডাঃ মোড়ল হাফিজুর রহমান, মোঃ লুৎফর হোসেন লুতু, মোঃ শহীদুল ইসলাম, ফকির লুৎফর রহমান, সাবেক কাউন্সিলর মোঃ নজরুল ইসলাম, বাবুল হাসান রাজু, মোঃ সিরাজুল ইসলাম মুন্সী, মোঃ জমির উদ্দিন, গাজী খোকন, মোঃ ওয়াহিদুজ্জামান, মোল্লা নাজিম উদ্দিন, মোঃ জসিম জমাদ্দার, মোঃ মহিদুল ইসলাম, গাজী মোশারফ হোসেন, মোঃ হারুন অর রশীদ, ইব্রহিম খোকন, আলমগীর হোসেন, নূর ইসলাম, আব্দুর রাজ্জাক খান, আলতাফ মোল্লা, আঃ রশীদ হাওলাদার, মিজানুর রহমান চৌধুরী, রুহুল আমিন, শাহাদৎ হোসেন, মোঃ শাহীনুর , এমদাদুল হক চন্নু, হারুন তালুকদার হায়দার আলী, সিদ্দিকুর রহমান, শাখিল আহমেদ লাল, সেলিম সরদার, মোঃ জাহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, মোঃ বনি আমিন, মোঃ আল-আমিন, সেলিম মুকুল, আবুবকর, আমির হোসেন নাণ্টু, মামুন ফরাজী, কাজী ফেরদৌস, মণ্টু বাড়–ই প্রমুখ।

অনুরূপভাবে বিকেল ৪:৩০টায় খানজাহান আলী থানা জাপার উদ্যোগে দলীয় কার্যালয়ে খান জাহান আলী থানার আহŸায়ক আব্দুস সামাদ খানের সভাপতিত্বে ও সদস্য সচিব ডাঃ মোড়ল হাফিজুর রহমানের পরিচালনায় এবং সন্ধ্যা ৭টায় খালিশপুর থানা জাপার উদ্যোগে দলীয় কার্যালয়ে খালিশপুর থানার আহŸায়ক এস এম শাজাহানের সভাপতিত্বে ও সদস্য সচিব মকিম হোসেন মৃধার পরিচালনায় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা মহানগর জাতীয় পার্টির আহŸায়ক সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুল গফফার বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন জাপার খুলনা মহানগর সাবেক সদস্য সচিব মোল্যা শওকাত হোসেন বাবুল, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য এ্যাড. এস এম মাসুদুর রহমান।

বিএমএ খুলনা জেলা : বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন, খুলনা জেলা শাখার পক্ষ থেকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রভাতফেরীর মধ্য দিয়ে শহীদ হাদিস পার্কের শহীদ মিনারের পাদদেশে সকল শহীদ এর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা বিএমএ’র সভাপতি ও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা.শেখ বাহারুল আলম, খুলনা বিএমএ’র সহ-সভাপতি অধ্যাপক ডা. ধীরাজ মোহন বিশ্বাস, সাধারণ সম্পাদক ডা. মেহেদী নেওয়াজ, সাংস্কৃতি ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. পরিতোষ কুমার চৌধূরী, প্রকাশনা ও গ্রন্থাগার সম্পাদক ডা. মাহমুদ হাসান লেনিন, কার্যকরী পরিষদ সদস্য ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ, ডা.আনোয়ারুল আজাদ, ডা. শহিদুল ইসলাম মুকুল, ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস, ডা. মৃনাল কান্তি সরকার, অধ্যাপক ডা. এম এ আহাদ, ডা. ইতি সাহা, ডা. অঞ্জন কুমার চক্রবর্তী প্রমূখ।

নর্দান ইউনিভার্সিটি : নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজী খুলনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উপলক্ষে ২১ শে ফেব্রæয়ারি রাত ১২.০১ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নগরীর শহীদ হাদিস পার্কে অবস্থিত শহীদ মিনারে ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি বিশ্ববিদ্যালয়ের পক্ষে থেকে বিন¤্র শ্রদ্ধা জ্ঞাপন করে। সে সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তাসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খুলনা বিএনপি : প্রভাত ফেরী, শহীদ মিনারের বেদীতে ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া, কালো ব্যাজ ধারণ, দলীয় কার্যালয়ে তোরণ নির্মাণসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে খুলনায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বিএনপি।

২০ ফেব্রæয়ারী রাত সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে জমায়েত হন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ। এরপর দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে শহীদ হাদিস পার্কের শহীদ মিনারের বেদীতে মহানগর ও জেলা বিএনপির পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে পুষ্পমাল্য অর্পণ করা হয়। ভোরে মহিলা দল প্রভাত ফেরী ও পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়া খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা বিএনপিও সকালে পৃথক পৃথক ভাবে স্ব স্ব থানায় অনুরূপ কর্মসূচি পালন করে।

সকাল সাড়ে ১০টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে শহীদ দিবসের আলোচনা সভা বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা, সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, কেন্দ্রীয় নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল, সিনিয়র আইনজীবী এ্যাড. বজলার রহমান এবং অধ্যক্ষ তারিকুল ইসলাম।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাহারুজ্জামান মোর্ত্তজা, ডাঃ গাজী আব্দুল হক, শেখ মোশারফ হোসেন, রেহানা ঈসা, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা, সিরাজুল হক নান্নু, মেজবাউল আলম, মহিবুজ্জামান কচি, মেহেদী হাসান দীপু, ইকবাল হোসেন খোকন, এ্যাড. গোলাম মাওলা, সাদিকুর রহমান সবুজ, মুজিবর রহমান, শেখ সাদী, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, সাজ্জাদ হোসেন তোতন, মুর্শিদ কামাল, মাসুদ পারভেজ বাবু, শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, হাসানুর রশিদ মিরাজ, আব্দুল আজিজ সুমন, শামসুজ্জামান চঞ্চল, নাজমুল হুদা চৌধুরী সাগর, কামরান হাসান, শরিফুল ইসলাম বাবু, গোলাম কিবরিয়া, কাজী ওয়াইজউদ্দিন সান্টু, জসিমউদ্দিন লাবু, এ্যাড. আব্দুস সাত্তার, নাজিরউদ্দিন আহমেদ নান্নু প্রমুখ। আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় দোয়া মোজাত করেন ওলামা দল নেতা মাওলানা আব্দুল গফফার।

ওয়ার্কার্স পার্টি : যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশের শহীদদের স্মরণে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে ২০ ফেব্রæয়ারি রাতে একুশের প্রথম প্রহরে দলীয় কার্যালয় থেকে ভাবগাম্ভীর্য সহকারে পদযাত্রায় খুলনা শহীদ হাদিস পার্কে শহীদবেদীতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন পার্টির জেলা সভাপতি এড. মিনা মিজানুর রহমান, মহানগর সভাপতি শেখ মফিদুল ইসলাম, সাধারণ সম্পাদক এস এম ফারুখ-উল ইসলাম, জেলা ও মহানগর সম্পাদকমÐলীর সদস্য দেলোয়ার উদ্দিন দিলু, খলিলুর রহমান, নারায়ণ সাহা, মনিরুজ্জামান, যুব নেতা কৃষ্ণ পদ ঘোষ, নারী নেত্রী লাকী বেগম, ছাত্র নেতা নাজমুল হোসেন বাবু, মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ।

এদিকে পার্টির খালিশপুর শাখা কমিটির উদ্যোগে ২১ ফেব্রæয়ারী শুক্রবার সকাল ৭টায় এক প্রভাত ফেরী খালিশপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউজপ্রিন্ট মিল ও বিআইডিসি রোড সংলগ্ন শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদ পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা সভাপতি এড. মিনা মিজানুর রহমান। বক্তব্য রাখেন খালিশপুর শাখা’র সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, হারুন, কুদ্দুস, নারী নেত্রী লাকী বেগম প্রমুখ।

ইসলামী আন্দোলন : গতকাল শুক্রবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির উদ্দোগে আলোচনা সভা ও ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সন্ধ্যা ৭টায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মাওঃ মোজাফ্ফার হোসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নগর সাবেক সেক্রেটারী মুফতী মাহবুবুর রহমান, নগর জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিএম সজীব মোল্লা, প্রশিক্ষণ সম্পাদক মুফতী ইসহাক ফরীদি, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহ অর্থ আলহাজ্ব মোমিনুল ইসলাম, আলহাজ্ব আমজাদ হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলনের আলহাজ্ব জাহিদুল ইসলাম, যুব আন্দোলনের মুফতী আমিরুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলনের কাজী আল আমিন, আব্দুস সালাম জায়েফ, মোঃ মঈনুল ইসলাম, আব্দুল্লাহ আল আমিন। আরও উপস্থিত ছিলেন আবুল কাশেম, মোঃ মোজাফফার হোসাইন, মোঃ সালাম, মোঃ সফিউল ইসলাম, মোঃ হাবিব, মোঃ একরাম মোল্লা, মাওঃ হাবিবুল্লাহ, মোঃ ওয়াহিদুজ্জামান প্রমুখ নেতৃবৃন্দ।

জাতীয় যুব সংহতি : আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতীয় যুব সংহতির আলোচনা সভা গতকাল সন্ধ্যা ৭টায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও খুলনা মহানগর জাতীয় যুব সংহতির সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপুর সভাপতিত্বে এবং যুব সংহতির কেন্দ্রীয় সদস্য ও মহানগর যুগ্ন-সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির কন্দ্রীয় সদস্য ও জেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক এরশাদুজ্জামান ডলার, মহানগর জাতীয় যুবসংহতির সিনিয়র সহ-সভাপতি প্রিন্স হোসেন কালু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্যা, মোঃ দেলোয়ার হোসেন লালু, মাজহার জোয়ার্দ্দার পান, মোঃ এজাজ, অপূর্ব দত্ত নেকু, মাসুদ আকুঞ্জী, মোঃ বেলাল, মোঃ নুরুল হক, মোঃ নাসির, গাজী মোশাররফ হোসেন, মোঃ মাকসুদ, মাসুদ রানা, নারায়ন কুমার সরকার, যুবনেতা রাসেল মামুন, মুন্সি হাবিবুর রহমান, মোঃ আকতার হোসেন, মোঃ হযরত আলী, মোঃ কামাল, মোঃ বেলায়েত হোসেন, মোঃ মনসুর, মোঃ বাবু, মোঃ সেলিম, মোঃ মনির, মোঃ রমজান প্রমুখ।

ইশা ছাত্র আন্দোলন : শুক্রবার সকাল ৯টায় ইশা ছাত্র আন্দোলন খুলনা জেলা ও মহানগরীর যৌথ ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে দলীয় কার্যালয়ে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া এবং সকাল ১০টায় পাওয়ার হাউজ মোড়স্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে জেলা সভাপতি মুহা নাজমুস সাকিব এর সভাপতিত্বে ও নগর সাধারণ সম্পাদক মোঃ মঈনুল ইসলাম এর সঞ্চালনায় “ভাষা দিবসের আলোচনা ও বর্ণমালা র‌্যালী” অনুষ্ঠিত হয়।

খতমে কুরআন ও র‌্যালীতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের জেলা সভাপতি প্রভাষক মাওলানা আব্দুল্লাহ ইমরান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন মহানগরীর সেক্রেটারি শেখ মোঃ নাসির উদ্দীন, নগর শ্রমিক আন্দোলন সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, শেখ মোঃ আমিরুল ইসলাম এবং ইসহাক ফরিদী, বিশেষ বক্তা ছিলেন ইশা ছাত্র আন্দোলন নগর সভাপতি এইচ এম খালিদ সাইফুল্লাহ। আমন্ত্রিত মেহমান ছিলেন এস কে নাজমুল হাসান, মোঃ সাইফুল ইসলাম, আব্দুল্লাহ আল নোমান এবং কাজী মোঃ আল আমিন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন নগর সহ-সভাপতি আব্দুস সালাম জায়েফ, জেলা সাধারণ সম্পাদক এইচ এম ইনামুল হাসান সাঈদ, ইব্রাহীম ইসলাম আবীর, ফরহাদ মোল্লা, মাঈনুদ্দিন, আবু রায়হান, মাহদী হাসান মুন্না, আব্দুল আলিম, মাহদী হাসান, নাঈমুল ইসলাম, আব্দুল্লাহ মামুন, রফিকুল ইসলাম, মেছবাহ উদ্দিন, গাজী শফিকুল ইসলাম, শাকির হুসাইন, আবু বকর, সাঈদুল ইসলাম, রাসেল বিন জামাল, ইয়ামিন মোল্লা, আব্দুল্লাহ, মামুন, আলিমুল ইসলাম, হুসাইন ফকির, রাকিব গোলদার, আঃ হাকিমসহ প্রমুখ।

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি : নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাব-গাম্ভীর্যের সাথে পালন করা হয়। এ দিন সকালে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনের মাধ্যমে শহীদ দিবসের অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশ^বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ কালো ব্যাজ ধারণপূর্বক প্রভাতফেরীতে অংশ গ্রহণ করেন। ২য় পর্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এ্যান্ড টেকনোলজি ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. মোঃ নওশের আলী মোড়ল এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. তারাপদ ভৌমিক। বিশেষ অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সুধীর কুমার পাল ও রেজিস্ট্রার মোঃ শহীদুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সিটি ল’ কলেজ : মহান মাতৃভাষা দিবস উপলক্ষে সিটি ল’ কলেজ ও দৌলতুন্নেছা কিন্ডার গার্টেন-এর যৌথ উদ্যোগে ২১ ফেব্রæয়ারী সকালে প্রভাত ফেরী ও খুলনা শহীদ পার্কে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরবর্তীতে দৌলতুন্নেছা কিন্ডার গার্টেন-এর উদ্যোগে আয়োজিত স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানে ছোট ছোট কোমলমতি শিশুরা আবৃত্তি ও গান পরিবেশন করে। কিন্ডার্টের পরিচালক ও অধ্যক্ষ শামীমা সুলতানা শিলু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ল’ কলেজের অধ্যক্ষ এম এ আউয়াল রাজ। এ সময়ে উপস্থিত ছিলেন দৌলতুন্নেছা কিন্ডার গার্টেন-এর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবগণ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক দিলারা নাসরীন দিলা।

সেন্ট জেভিয়ার্স হাই স্কুল : সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের উদ্যোগে বিদ্যালয়ের শহীদ শেখ আবু নাসের ভবন অডিটোরিয়ামে “আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. মুন্সি মাহবুব আলম সোহাগ। আলেচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মোহাম্মাদ মহিউদ্দিন। বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকমন্ডলীর উপস্থিতিতে আলোচনা সভায় প্রধান অতিথিসহ আলোচকবৃন্দ মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোকপাত করেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুল পরিচালনা পর্ষদের সদস্য মোর্শেদ আহমেদ রিপন, কবিতা আহমেদ, নিত্যানন্দ গাইন, আকতার বানু। আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হোসনেয়ারা খাতুন (প্রাতঃ) সিনিয়র শিক্ষক প্রণব কুমার মিস্ত্রী, মো. নজরুল ইসলাম, নিখিল কুমার কুন্ডু, মাসুদ শেখ, নাদিরা পারভীন, নাদিরা সুলতানা, তন্ময় কুমার রায় এবং ছাত্র-ছাত্রীরা। দিবসের প্রথম প্রহরে সকাল ৬টায় নগরীর শহীদ হাদিস পার্কে ভাষা শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *