খুলনায় নানা আয়োজনে বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুরক্ষা ও উৎপাদনমুখী রাজনীতির স্লোগান দিয়ে যাত্রা শুরু করেছিলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধেও চেতনা ধারণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে শহীদ জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এই দল প্রতিষ্ঠা করেছিলেন। তার স্লোগান ছিল কর কাজ গড় দেশ ও উৎপাদন মূখী রাজনীতির সৈনিক হও। ১৯ দফা অর্থনৈতিক কর্মমূখী ও স্বনির্ভর বাংলাদেশ গড়া তার স্বপ্ন ছিল। একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য ও সুশাসনের বাংলাদেশ গড়াই ছিল তার লক্ষ্য।
বিএনপি ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে মঙ্গলবার দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এদিন যথাযোগ্য মর্যাদায় ও বর্ণাঢ্য কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে সূর্যোদয়ের সাথে সকল দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। মূল সড়কে তোরণ নির্মাণ, সকাল ১১টায় দলীয় কার্যালয়ের সামনে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বেলা ১১ টায় বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
দোয়া অনুষ্ঠানে প্রয়াত রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর আত্মার মাগফেরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থ্যতা কামনা এবং দেশের করোনা মহামারী আক্রান্ত ব্যক্তিদের সুস্থ্যতা কামনা, মৃতদের আত্মার মাগফিরাত ও দেশবাসীর শান্তির কামনা করা হয়।
বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদ ও ওহেদুজ্জামান রানার পরিচালনায় সভায় বক্তৃতা করেন জেলা বিএনপির সভাপতি এসএম শফিকুল আলম মনা, নগর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, বিএনপি নেতা জাফরুল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, আবু হোসেন বাবু, এ্যাড. ফজলে হালিম লিটন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, এ্যাড. মাসুদ হোসেন রনি, রেহানা আক্তার, এ্যাড. তসলিমা খাতুন ছন্দা, মুজিবর রহমান, চৌধুরী নাজমুল হুদা সাগর, শরিফুল ইসলাম বাবু। অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আব্দুল গফ্ফার।
এদিকে বিএনপি’র ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপির (একাংশ) উদ্যোগে মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহারুজ্জামান মোর্ত্তজার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশ পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্েযম শুরু হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম তুহিন, সাবেক ছাত্রদলের সভাপতি ও সাবেক যুবদল মহানগর সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জহির, মনিরুল হাসান বাপ্পি, খান জুলফিকার আলী জুলু, আজিজুল হাসান দুলু, রোবায়েত হোসেন বাবু, মাহাবুব হাসান পিয়ারু, আল জামাল ভূঁইয়া, শফিকুল ইসলাম হোসেন, হুমায়ুন কবির, মাসুদ পারভেজ বাবু, একরামুল হক হেলাল, তৈয়েবুর রহমান, ইলিয়াস মল্লিক, সাইদুর রহমান, হাফিজুর রহমান, আজিজা খানম এলিজা, এস এম কামাল হোসেন, আঃ মান্নান, হেলাল আহমেদ সুমন, আতাউর রহমান রুনু, গোলাম মোস্তফা তুহিন, তারিকুল ইসলাম, উজ্জল কুমার সাহা, ইসমাইল হোসেন, নিঘাত সীমা, মহিউদ্দিন হোসেন, আজিজুল হক, কাজী নেহিবুল হক নেহিম, মেহেদী মাসুদ সেন্টু, আব্দুল আজিজ সুমন, শরিফুল ইসলাম টিপু, মুনতাসির আল মামুন, শাসুন্নাহার লিপি, সেতারা ইসলাম, ওযাহিফুর রহমান অর্ঘ্য, ওহিদুজ্জামান হক, মহিদুল ইসলাম, ছাত্রনেতা রিয়াজ সাহেদ, সাবেক ছাত্রনেতা নুর ইসলাম বাচ্চু, সোহরাব হোসেন, আসাদুজ্জামান আসাদ, জাকির ইকবাল বাপ্পি, মহিদুল হক টুকু, মঈদুল হক প্রমুখ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ