January 19, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় নকল পণ্য তৈরি ও ভুয়া লোগো ব্যবহার করায় দুইজনকে জরিমানা

দ. প্রতিবেদক
খুলনা মহানগরীর খালিশপুরে নকল পণ্য তৈরী এবং ইলেকট্রনিক্স সামগ্রীতে বিভিন্ন ব্রান্ডের ভুয়া লোগো/স্টিকার ব্যবহার করায় দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকাল সোয়া ৫টা থেকে ৫টা ৫৫ মিনিট পর্যন্ত এই অভিযান চলে। রাত পৌনে ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাব-৬’র লিগ্যাল এন্ড মিডিয়া অফিসার এএসপি মো. মাহবুব উল আলম জানান, ‘খালিশপুর থানাধীন হাউজিং স্টেট নতুন কলোনী এলাকায় টয়লেট এন্ড টাইলস্ ক্লিনার নকল/ভেজাল পণ্য তৈরী এবং সংরক্ষণ করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫০ ধারায় ওই এলাকার মোঃ গোলাম মোস্তফা মোল্লার ছেলে মোঃ নজরুল মোল্লা (৪৮) কে ৪০ হাজার টাকা এবং দৌলতপুর বিএল কলেজ রোডস্থ মাস্ কর্পোরেশনে নিম্ন মানের ইলেকট্রনিক্স সামগ্রীতে বিভিন্ন দামি ব্যান্ডের লোগো/স্টিকার ব্যবহার করে পণ্য ক্রয়-বিক্রয় করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫০ ধারায় ওই এলাকার আব্দুল মোতালেবের ছেলে মাস্ কর্পোরেশনের ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম (৩৮) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাহমিদুল ইসলাম।’

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *