খুলনায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার পুলিশ সদস্যের শাস্তির দাবিতে স্মারকলিপি
খবর বিজ্ঞপ্তি
ভারত থেকে আসা তরুণীকে সরকারিভাবে কোয়ারেন্টাইনে রাখা নিরাপত্তা স্থানে পুলিশী হেফাজতে পুলিশের এএসআই মোখলেছুর রহমান কর্তৃক ধর্ষণের ঘটনার নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্ত পুলিশ সদস্যের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সম্প্রীতি ফোরাম পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মেডিকেল পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে কিন্তু মামলার এজাহারে অসঙ্গতি স্পষ্ট। বাংলাদেশের আইন নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর পুলিশী হেফাজতে থাকা অবস্থায় জোরপূর্বক ধর্ষণ করা হলে এজাহারে ৯(১) অনুযায়ী মামলাটি রজু করতে হবে। কিন্তু বাদি’র খুলনা থানায় এজাহারে ৯(৫) ধারায় মামলা করা হয়েছে। কম শাস্তি হয় সেজন্য থানায় দায়িত্ব প্রাপ্ত ৯(৫) ধারায় চার্জশীট তৈরি করেছেন যাতে করে ধর্ষণের পরিবর্তে পুলিশী হেফাজতে নির্যাতন বুঝাচ্ছে। যার শাস্তি কয়েক বছরের জেল এখানে মৃত্যুদন্ডের শাস্তি হবে না চার্জশীট অনুসারে। এতে করে বাদি বিচার পেলেও ন্যায় বিচার পাবেন না। তার ন্যায় বিচারের দাবিতে ও ধর্ষক মোখলেছুর রহমানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক, খুলনা বরাবর সম্প্রীতি ফোরামের পক্ষ হতে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সম্প্রীতি ফোরামের প্রতিনিধিবৃন্দ ইসরাত আরা হীরা, যুগ্ম আহ্বায়ক, মুজাহিদুল ইসলাম শামীম, মো সাবির খান, কৃষ্ণা দাস, রাধা দাস, সদস্য, সম্প্রীতি ফোরাম, খুলনা, এছাড়াও দলিত সংস্থার পক্ষ থেকে জুলি বাড়ৈ, পার্থ প্রতীম দে ও লক্ষ্মী দাস উপস্থিত ছিলেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়