November 27, 2024
আঞ্চলিক

খুলনায় দুই দিনব্যাপী ভারতীয় শিক্ষা মেলা শুরু হচ্ছে আজ

 

দ: প্রতিবেদক

খুলনায় আজ রবিবার থেকে শুরু হচ্ছে দুই দিন ব্যাপী ভারতীয় শিক্ষা মেলা। মহানগরীর শিববাড়িস্থ হোটেল সিটি ইন-এ এই মেলা অনুষ্ঠিত হবে। সেপ ইভেন্ট এন্ড মিডিয়া প্রাইভেট লিমিটেড কর্তৃক আয়োজিত মেলায় ভারতের ৩০টি প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এই মেলা।

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক এবং খুলনাস্থ সহকারী ভারতীয় হাই কমিশনার রাজেশ কুমার রায়নাসহ বিশিষ্ট বক্তিগবর্গ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। আগামী ১৫ জুলাই সোমবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে মেলা শেষ হবে।

শিক্ষা মেলায় অং গ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আসাম ডাউন টাউন ইউনিভার্সিটি, অ্যাড্যামাস, জে আই এস গ্রæপ কোলকাতা, ইন্ডিয়া ইন্টারন্যাশনাল স্কুল ব্যাঙ্গুলুর, আই টি এম ইউনিভার্সিটি, সারদা ইউনিভার্সির্টি দিল্লী, এপিজে ইউনিভার্সিটি-সিমলা, গীতা গ্রæপ অব ইন্সস্টিটিউশনসহ  উল্লেখ্য যোগ্য ৩০ প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের স্টল থাকছে। আর দর্শনার্থীদের জন্য থাকবে লট্যালটারীর মাধ্যমে ল্যাপটপ জেতার সুযোগ।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *