খুলনায় দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু হচ্ছে আজ
দ: প্রতিবেদক
‘জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এই ¯েøাগানকে সামনে রেখে জেলা প্রশাসন খুলনা ও সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনা’র যৌথ আয়োজনে খুলনা নগরীর পাবলিক হল চত্বরে আজ থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী তথ্যমেলা আয়োজন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টায় তথ্যমেলা উদ্বোধন করা হবে। উদ্বোধনী দিনে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন।
উল্লেখ্য, তথ্যমেলার প্রথম দিনে তথ্য অধিকার আইন ২০০৯ এর যথাযথ বাস্তবায়ন ও ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবারের তথ্য মেলায় ১৮টি সরকারি ও ৪টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ২২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।