খুলনায় দুই দিনব্যাপি ধর্মীয় সেমিনার ও যোগ মেডিটেশন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
শেষ হল দুই দিনব্যাপি হিন্দু ধর্মীয় সেমিনার, যোগ মেডিটেশন ও সাংস্কৃতিক সন্ধ্যা। গত ২৪ ও ২৫ জানুয়ারি আনন্দ মার্গ প্রচার সংঘের উদ্যোগে খুলনা প্রেসক্লাবের মিলনায়তনে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে প্রথম বারের মতো এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন সংঘের কেন্দ্রীয় প্রতিনিধি আচর্য পূর্ণদেবানন্দ অবধূত। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন সংঘের আঞ্চলিক সমন্বয়করী আচর্য সুজিতানন্দ অবধূত, ধর্মপ্রচার সম্পাদক আচর্য বিজয় কৃষ্ণান্দ অবধূত ও খুলনা বিভাগীয় সম্পাদক আচর্য অরূপানন্দ অবধূত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, খুলনা ইউনিটের সম্পাদক ডা. অনুপ কুমার সরকার, পরিমল দাস, ডা. সুব্রত সরকার, বিশ্বজিৎ মন্ডল, ডা. সুদীপ বিশ্বাস, ডা. স্মৃতি বিশ্বাস, ডা. দীপংকর বিশ্বাস, ডা. দেবাশী রানা, সুজয় বিশ্বাস প্রমুখ। এতে শত শত ভক্তরা অংশগ্রহণ করেন।
খারাপ চিন্তা-ভাবনা কমানো ও প্রশোমন করে কিভাবে শরীর সুস্থ রাখা যায় অনুষ্ঠানে বক্তারা সে সব বিষয়ে নানা দিক তুলে ধরেন। বক্তারা এও বলেন, ধর্মগ্রন্থ আমাদের ভালোর পথে চলার জন্য সঠিক পথ দেখায়, তাই বেশী বেশী করে ধর্মগ্রন্থ চর্চা করতে হবে। সাথে সাথে মানুষে মানুষে স্বঅবস্থানে বসবাসের জন্য সহযোগিতাপূর্ণ মনোভাব নিয়ে চলাফেরা করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন যোগ ব্যায়াম ও মেডিটেশনের প্রক্রিয়া ব্যবহারিক ভাবেও দেখানো হয়। সেমিনারে প্রতিদিন সন্ধ্যায় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে টেলিভিশন ও বেতারের শিল্পীরা। এছাড়া বিকালে সংগঠনের পক্ষ থেকে দরিদ্র মানুষের মধ্যে শতিবস্ত্র বিতরণ করা হয়।