খুলনায় দুই চিকিৎসকসহ আরও ৩০ জনের করোনা শনাক্ত
দ. প্রতিবেদক
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে দুইজন চিকিৎসক ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে খুলনা জেলার ২৮ জন রয়েছেন। এছাড়া ঝিনাইদহ ও বাগেরহাট জেলার একজন করে রয়েছেন। আজ রবিবার রাতে তাদের নমুনা পরীক্ষার পর এ তথ্য পাওয়া গেছে। এটি খুলনায় একদিনে শনাক্ত হওয়া দ্বিতীয় সর্বোচ্চ।
এর আগে গত বৃহস্পতিবার একদিনে সর্বোচ্চ ৩৫ জনের করোনা শনাক্ত হয়, যার মধ্যে ৩০ জনই খুলনার ছিলেন। গত শনিবার ২৯ জনের করোনা শনাক্ত হয়, পরবর্তীতে আজ আরও একজনের বেশি অর্থাৎ মোট ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।
খুলনা মেডিকেল কলেজের (খুমেক) উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, রবিবার খুমেকের পিসিআর মেশিনে মোট ১৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলার নমুনা ছিলো ১৭০টি। এদের মধ্যে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে ২৮ জনই খুলনা জেলার। বাকি দুইজন বাগেরহাট ও ঝিনাইদহ জেলার।
তিনি আরও জানান, খুলনায় শনাক্তদের মধ্যে ২২ জনই নতুন, আর বাকি ৬ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে দুইজন চিকিৎসক রয়েছেন। এছাড়াও জুট মিল শ্রমিকসহ এলাকার নানা পেশার মানুষ রয়েছেন।
জানা গেছে, খুলনায় নতুন শনাক্ত হওয়া ২২ জনের মধ্যে রয়েছেন- নগরীর সাউথ সেন্ট্রাল রোডের ৪০ বছরের একজন চিকিৎসক, শিববাড়ি ইব্রাহিম মিয়া রোডের ৫৭ বছরের একজন চিকিৎসক, খালিশপুরের ৪০ বছরের এক নারী, বড়বাজার ওয়েস্ট জোন রোডের ৩৮ বছরের ব্যক্তি, একই এলাকার ২৪ বছরের যুবক, খালিশপুর ক্রিসেন্ট জুট মিল এলাকার ২৩ বছরের যুবক, ফুলতলা উপজেলার ২৭ বছরের একজন ও ২৯ বছরের একজন নারী, রূপসা উপজেলার বাগমারা এলাকার ৭০ বছরের বৃদ্ধ, বটিয়াঘাটা উপজেলার হাসপাতাল কোয়ার্টারের ৪৫ বছরের ব্যক্তি, তেরখাদা উপজেলার মধুপুরের ৭০ বছরের বৃদ্ধা, রূপসা উপজেলার শিরাগাতি এলাকার ২৪ বছরের তরুণী, শিববাড়ি তালতলা মোড়ের ৪২ বছরের ব্যক্তি, দিঘলিয়া উপজেলার সেনহাটী এলাকার ৫০ বছরের ব্যক্তি, বটিয়াঘাটা উপজেলার বাঁশবাড়িয়া জলমা এলাকার ৪০ বছরের ব্যক্তি, নগরীর হাজী মহসিন রোডের ৪০ বছরের নারী, রূপসা উপজেলার নন্দনপুর এলাকার ৫৫ বছরের ব্যক্তি, রূপসার মাথাভাঙ্গা এলাকার ৩১ বছরের যুবক, খালিশপুরের ৮২ বছরের বৃদ্ধ, খালিশপুরের ক্রিসেন্ট পাকা কলোনীর ১৯ বছরের তরুণ, ফুলতলা উপজেলার ৩৮ বছরের একজন ব্যক্তি ও ২৫ বছরের এক যুবক। ফলোআপ রিপোর্টে পজিটিভ আসা ৬ জন হলেন- খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন ২০ বছরের তরুণ দুইজন, একজন ৩২ বছরের যুবক, ৪০ বছরের এক ব্যক্তি, ৪২ বছরের এক ব্যক্তি ও ৫০ বছরের এক ব্যক্তি। এছাড়াও খুমেকের ল্যাবে বাগেরহাটের ফকিরহাট উপজেলার একজন ও ঝিনাইদহ জেলার একজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।