খুলনায় দিনব্যাপী চক্ষুশিবির ও ডায়াবেটিকস ক্যাম্প অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
মহেশ্বরপাশা সরকারি ছোটমনি নিবাসে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী এক চক্ষুশিবির ও ডায়াবেটিকস ক্যাম্পের আয়োজন করা হয়। বিএনএস চক্ষু হাসপাতাল, সাইট সেভার্স, ব্র্যাক, খুলনা সুন্দরবন লায়ন্স ক্লাব, মেট্রোপলিটন লায়ন্স ক্লাব পায়গ্রাম কসবা লায়ন্স ক্লাব-এর সম্মিলিত সহযোগিতায় বিনামূল্যে চক্ষু শিবিরে চোখের পরীক্ষা ও ডায়াবেটিকস পরীক্ষা করে ব্যবস্থাপত্র এবং প্রয়োজনে চোখের চশমা প্রদান করা হয়। প্রায় ৮৮৭ জন রোগীর চক্ষু পরীক্ষা করা হয়। এর মধ্য থেকে প্রায় অর্ধশত রোগীকে অপারেশনের জন্য শিরমণি বিএনএসবি চক্ষু হাসপাতালে রেফার করা হয়। সেখানেও তাদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও লেন্স প্রদান করা হবে।
সকাল ৯টায় লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক-৩১৫-অ১-এর মাননীয় গভর্নর লায়ন আর্কিটেক্ট নিখিল চন্দ্র গুহ ভার্চুয়ালে ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন। এ সময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক-৩১৫-অ১-এর জোন কো-অর্ডিনেটর লায়ন এম এ আউয়াল রাজ, রিজন চেয়ারপার্সন লায়ন শামীমা সুলতানা শিলু, মেট্রোপলিটন লায়ন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন বিধান চন্দ্র দাশ, সুন্দরবন লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন দিলারা নাছরিন দিলা। অনুষ্ঠানে উপস্থিত থেকে সমগ্র কাজে সহযোগিতা করেছেন আব্দুল্লাহ আল বাহারাম, আব্দুল্লাহ-আল-দানীল, লায়ন মুক্তা জামান, লায়ন আসমা সিরাজী, লায়ন সঞ্চিতা দে, লায়ন আনোয়ারা পারভীন, লায়ন আসমা বেগম, লায়ন ঝুমুর তানজিলা, লায়ন আবেদা আফরীন প্রমুখ। বক্তারা মানবতার সেবায় লায়ন্স ক্লাবের এ ধরনের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।