খুলনায় তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী
তথ্য বিবরণী
খুলনা আর্ট স্কুল আয়োজিত তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শনিবার রাত সাড়ে আটটায় নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হাবিবুল হক খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান এবং নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ। আলোচক ছিলেন খুলনা বিশ^বিদ্যালয় চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক মোঃ শেখ সাদী ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়।
অতিথিরা বলেন, শিশুর শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশে সুস্থ বিনোদনের কোন বিকল্প নেই। শিশুর অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে পিতা-মাতা, পরিবার ও সমাজের সকলের ভ‚মিকা অপরিসীম। শিশুদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পরে প্রধান অতিথি বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।