January 19, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় তিন কার্যদিবসে মাদক মামলার রায়, সম্রাটের এক বছরের কারাদণ্ড

দ. প্রতিবেদক
খুলনায় মাত্র তিন কার্যদিবসে মাদক মামলার একমাত্র আসামি সম্রাট (২৬) কে এক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় এ মামলার রায় ঘোষণা করেন খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক ড. মো. আতিকুস সামাদ। মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী সম্রাট নগরীর রূপসা ব্রীজের নিচে মোক্তার হোসেন সড়কের মো. জাহাঙ্গীর হাওলাদারের ছেলে।
আদালতের বেঞ্চ সহকারি জালাল হোসেন নথির বরাত দিয়ে জানান, ২০১৯ সালের ২৫ ডিসেম্বর রাত সাড়ে ৭টার দিকে মোক্তার হোসেন সড়কে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় বাজার মেইন রোডের কিউপিএস ফার্মেসীর সামনে থেকে ৩০ গ্রাম গাঁজা ও ৬ পিস ইয়াবা সম্রাটকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এসআই কাজী আকরাম হোসেন বাদী হয়ে সম্রাটের বিরুদ্ধে লবণচরা থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং-১৩। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন মোল্যা আদালতে সম্রাটকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাড. সাহারা ইরানী পিয়া বলেন, ‘খুলনা বা দেশে তিন কার্যদিবসে মামলার রায় এই প্রথম। এর আগে ২১ অক্টোবর অভিযোগ গঠন করা হয়, ২২ অক্টোবর ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয় এবং ২৫ অক্টোবর বাদী-বিবাদী পক্ষের যুক্তিতর্ক শুনে মঙ্গলবারই রায় ঘোষণা করা হয়।’
মামলার আসামিপক্ষের আইনজীবী ছিলেন এ্যাড. সরদার ইয়াসির আরাফাত বলেন, ‘দ্রুত মামলা নিষ্পত্তি হওয়ায় আসামি ন্যায় বিচার পেয়েছে। তবে সাজার বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *