খুলনায় তিনটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা
দ. প্রতিবেদক
খুলনায় বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়। আজ বুধবার মহানগরীর হাজী মহসিন রোডে এ অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।
এ বিষয়ে তিনি জানান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর সার্বিক নির্দেশনায় খুলনা মহানগরের হাজী মহসিন রোডে তদারকি করে নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে (২/৩ গুন বেশি) ডেটল/স্যাভলন/স্যানিটাইজার বিক্রয়ের দায়ে একুশে টেলিকমকে ৫ হাজার টাকা, গ্লাসকো মোড়ে মূল্যবিহীন ও মেয়াদ উত্তীর্ণ বিদেশী কসমেটিকস রাখায় বাপ্পি স্টোরকে ৪ হাজার টাকা, নোংরা পরিবেশ ও বাসী খাদ্য ফ্রিজে সংরক্ষণ করায় দেশ বন্ধু ডেয়ারিকে ১ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন ৩ এপিবিএন ও ক্যাব প্রতিনিধি, খুলনা।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ