খুলনায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার
দ: প্রতিবেদক
খুলনায় মাদক ব্যবসায়ী পারভীন বেগম (৪০) কে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা। আটককৃত পারভীন প্রধানমন্ত্রী কার্যালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। গতকাল মঙ্গলবার বিকালে তাকে খালিশপুরের কাশিপুর এলাকা থেকে আটক করা হয়।
সূত্র জানায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, খুলনা এর উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামান এর তত্ত্বাবধানে‘খ’ সার্কেলের পরিদর্শক মোঃ সাইফুর রহমান রানা এর নেতৃত্বে এবং তার সার্কেলের সঙ্গীয় ফোর্স বিকাল ৩টায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী পারভীন বেগমকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটককৃত পারভীন ৭নং ওয়ার্ডের কাশিপুর এলাকার লেদু মিয়ার স্ত্রী। তার বিরুদ্ধে সংশিষ্ট ধারায় খালিশপুর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।