খুলনায় ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু
দ: প্রতিবেদক
খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আসাদুজ্জামান আসাদ (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হল।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু বিভাগের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস জানান, মাগুরা জেলার শালিখা থেকে যুবক আসাদুজ্জামান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোববার ভোর সাড়ে ৫টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। বেলা সাড়ে ১১টায় তিনি মারা যান।
এ বিষয়ে খুলনার সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক জানান, খুলনার বিভিন্ন জেলা ও উপজেলাতে এ পর্যন্ত এক হাজার ২০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ্ হয়েছেন ৯৪৩ জন। বর্তমানে ভর্তি রয়েছেন ৭৭ জন রোগী। সর্বশেষ গত ২৪ ঘন্টায় ১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।