খুলনায় ডেঙ্গু আক্রান্ত আরেক নারীর মৃত্যু
দ: প্রতিবেদক
খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খাদিজা বেগম (৪০) নামের আরেক নারী খুলনা সিটি মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সোমবার সকাল ৭টার দিকে তিনি মারা যান। খাদিজা বেগম বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের দুলু মোলার স্ত্রী। খুলনার সিভিল সার্জন ডা. এ এস এম আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, খাদিজা বেগম গত ৩ আগস্ট (শনিবার) রাত সাড়ে ৯টায় জ্বর নিয়ে খুলনা সিটি মেডিকেল কলেজে ভর্তি হন। তার রক্তে প্লাটিলেট কাউন্ট খুবই কম ছিলো। সোমবার সকালে তিনি মারা যান। এ নিয়ে খুলনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট তিন জন মারা গেলেন। এর আগে রোববার (০৪ জুলাই) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনায় মঞ্জুর শেখ নামের দশম শ্রেণির এক ছাত্র ও মর্জিনা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা মারা যান।