খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত আরেকজনের মৃত্যু
দ: প্রতিবেদক
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন গোপালগঞ্জের যুবক আল মামুন আলম (৪২) গত রবিবার রাত পৌনে ১২টার দিকে মারা গেছেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার শোক্তাইল ইউপি স্বেচ্ছাসেবক লীগ সভাপতি। তার বাবার নাম মৃত দাউদ আলী। খুমেক হাসপাতালের আবাসিক ফিজিশিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মামুন আলমকে গত রবিবার রাতে এ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বিভিন্ন রোগ ছিল। ডেঙ্গু শক অবস্থায় তাকে এখানে আনা হয়। রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান। এ নিয়ে ১ জুলাই থেকে এ পর্যন্ত খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়।