খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত পাঁচ বছরের শিশুর মৃত্যু
দ: প্রতিবেদক
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্রাবন্তী (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে যশোরের বাগারপাড়া রামচন্দ্রপুর গ্রামের মো. সোহাগের মেয়ে। গতকাল বৃহস্পতিবার তার মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় ডেঙ্গুতে মৃত্যু হলো মোট ৯ জনের। খুমেক হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষ জানান, যশোর জেলার বাঘারপাড়া এলাকা থেকে শ্রাবন্তী নামের এক শিশু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। চিকিৎসার জন্য গত ৩১ আগষ্ট শ্রাবন্তীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। বৃহস্পতিবার দুপুর ৩টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
খুলনা সিভিল সার্জন ডাক্তার এএসএম আব্দুর রাজ্জাক জানান, ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে খুলনার বিভিন্ন সরকারী বেসরকারী হাসপাতালে ৮৭ জন রোগী চিকিৎসা নিচ্ছে। তিনি বলেন, গেল ২৪ ঘন্টায় ১৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে। এ সব রোগীর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭, খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ১, আদ্ দ্বীন হাসপাতালে ১ জন