খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু
দ: প্রতিবেদক
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেল নামে এক ডেঙ্গু রোগী মারা গেছেন। সোমবার বিকেলে ওই রোগী মারা যান বলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. পার্থ প্রতিম দেবনাথ জানিয়েছেন।
তিনি জানান, রাসেল গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার নারিকেলবাড়ি গ্রামের মোহাম্মদ সেলিমের ছেলে। তিনি ঢাকার রমনা পার্কে পরিচ্ছন্নকর্মীর কাজ করতেন। ডেঙ্গু জ্বর নিয়ে স¤প্রতি গোপালগঞ্জ হাসপাতালে ভর্তি হন। এরপর সেখান থেকে গত রবিবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল আসেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তিনি মারা যান।
খুলনার সিভিল সার্জন ডাক্তার এ এস এম আব্দুর রাজ্জাক জানিয়েছেন, খুলনায় এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৪৭ জন। এর মধ্যে ৩০৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে চিকিৎসাধীন ১৪২ জন। এই ১৪২ জনের মধ্যে নতুন রোগী ১৭ জন। আর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মারা গেছেন ৪ জন