খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ৩৭ জন হাসপাতালে ভর্তি
দ: প্রতিবেদক
খুলনায় প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গতকাল মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত আরও ৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
খুলনার সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক জানান, খুলনা জেলায় এ পর্যন্ত ২২৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বর্তমানে খুলনার বিভিন্ন হাসপাতালে ১০৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে ৩৭ জন মঙ্গলবার ভর্তি হয়েছেন। এ ছাড়া ১২১ জন হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) পরিচালক ডা. এটিএম মঞ্জুর মোর্শেদ জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) ১০০ বেড চালু করা হয়েছে। হাসপাতালে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ওষুধের অভাব নেই। ভর্তি রোগীদের সাধ্যমতো চিকিৎসা দেয়া হচ্ছে।