December 28, 2024
আঞ্চলিক

খুলনায় ডিবি’র অভিযানে তিন হাজার পিস ইয়াবাসহ আটক ৩

দ: প্রতিবেদক

খুলনা নগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী লুতু বেগমের পুত্রবধূ তন্নি বেগমসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ডুমুরিয়ায় অভিযান পরিচালনা করে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটকরা হলেন ঝালকাঠির নওয়াপাড়া এলাকার মোজাম্মেল বেপারীর ছেলে মোঃ রানা বেপারী (৩২), নগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী লুতু বেগমের পুত্রবধূ সোনাডাঙ্গা থানাধীন খোকন কমিশনারের গলি’র লতিফুর রহমান সুমনের স্ত্রী মোছা: তন্নি বেগম (২৬) ও ফুলতলার মাছপারুলিয়া এলাকার মৃত সিরাজ মজুমদার’র স্ত্রী রানু বেগম (৫৫)।

ডিবি সূত্র জানায়, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ এর নেতৃত্বে, এসআই মোঃ লুৎফর রহমান, এএসআই হাসানুজ্জামান, এএসআই শাহিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনাকালে ডুমুরিয়া থানাধীন খুলনা-সাতক্ষীরা সড়কের খর্নিয়া রাজারস্থ খর্নিয়া ব্রীজের পশ্চিমে নুরজাহান ব্রীকস্ এর সামনে থেকে তাদের আটক করে। তাদের নিকট থেকে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করেন। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোঃ লুৎফর রহমান বাদী হয়ে ডুমুরিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ ক্রমিক (১) সারণির ১০(খ)/৪১ ধারায় মামলা দায়ের করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *