খুলনায় ডিবি’র অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ১
দ: প্রতিবেদক
খুলনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে অস্ত্র ও গুলিসহ এক অস্ত্রধারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মোঃ সুমন শেখ (২৮) নগরীর খালিশপুর থানাধীন প্লাটিনাম ২নং গেট এলাকার মোঃ আঃ কুদ্দুছ শেখের ছেলে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় ফুলতলা থানাধীন এমএম কলেজ এর গেটের সামনে থেকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা, খুলনার সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান ও আইন শৃক্সক্ষলা রক্ষা ডিউটি পরিচালনাকালে ফুলতলা থানাধীন এমএম কলেজ এর গেটের সামনে যশোর টু খুলনা হাইওয়ে রাস্তার উপর থেকে আসামীকে প্যান্টের পিছনের কোমরে গোজা অবস্থায় থেকে একটি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলিসহ আটক করেন। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই অর্জুন কুমার দাস বাদী হয়ে ফুলতলা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন।