November 25, 2024
আঞ্চলিক

খুলনায় ট্রাকের ধাক্কায় পুলিশ কর্মকর্তা নিহত

খুলনায় ট্রাকের ধাক্কায় পুলিশের একজন উপ-পরিদর্শক নিহত হয়েছেন। তার নাম আব্দুল হক (৫৫)। তিনি খুলনা মহানগরীর খানজাহান আলী থানায় কর্মরত ছিলেন। বুধবার রাত ১২ টা ৫ মিনিটের দিকে আফিলগেট বিকেএসপির সাম‌নে বাইপাসে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত এসআই বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া এলাকার আফতাব আলী সরদারের ছেলে।

এলাকাবাসি সূত্রে জানা গেছে, সিএনজি যোগে খানজাহান আলী থানার কয়েকজন পুলিশ ডিউটিতে ছিলেন। রাত ১২ টার দিকে এস আই আব্দুল হক আফিলগেট বিকেএসপি বাইপাস রোডের একপাশে গাড়ি থামিয়ে রাস্তায় নামে। এসময় খুলনা থেকে দ্রুতগামী একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয় জনতা ও পুলিশ তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত পৌনে ১ টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন খান বলেন, প্রতিদিন রাতে বাইপাস রোডে আমাদের ডিউটি থাকে। গতকাল রাতেও ছিল। সিএনজি যোগে আমাদের কয়েকজন পুলিশ সদস্য ও একজন এসআই আব্দুল হক ডিউটিতে ছিলেন। রাত ১২ টা ৫ মিনিটের সময় সিএনজি থেকে নেমে তিনি একপাশে অবস্থান করছিলেন। এ সময় আফিলগেট গামী এক ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তিনি আরও বলেন, ময়না তদন্ত শেষে তার নামাজে জানাজা খুলনা বয়রা পুলিশ লাইনে অনুষ্ঠিত হবে। তবে কখন হবে তা তিনি নিশ্চিত করে বলতে পারেনি। নিহত পুলিশ অফিসার যশোর জেলার বাঘারপাড়া উপজেলার নারকেল বাড়িয়াগ্রামের আফতাব আলী সরদারের ছেলে। নামাজে জানাজা শেষে নিহতের লাশ গ্রামের বাড়ি নেওয়া হবে বলে তিনি এ প্রতিবেদককে জানিয়েছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *