খুলনায় ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে মোটরসাইকেলের ২ আরোহী নিহত
দ. প্রতিবেদক
খুলনা মহানগরীতে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে খুলনা সিটি বাইপাস সড়কে নির্মাণাধীন খুলনা জেলা কারাগারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। দুইজনের বয়স অনুমানিক ২৪/২৫ বছর। তদের একজনের পরনে আছে জিন্স প্যান্ট ও সাদা টি শার্ট। আরেক জনের আছে জিন্স প্যান্ট ও লাল শার্ট।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি স্লিপ করে খুলনার জিরো পয়েন্ট থেকে যশোরগামী ট্রাক চাকার নিছে পড়েছিল। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। এ দুর্ঘটনার পর তাৎক্ষণিক দ্রুত গতিতে ট্রাকটি পালিয়ে গেছে।
এ বিষয়ে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, ‘দুইজনের মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ