January 22, 2025
আঞ্চলিক

খুলনায় টেলিটকের গ্রাহকসেবা কেন্দ্রের উদ্বোধন

তথ্য বিবরণী

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ শাহাদাৎ হোসেন গতকাল সোমবার সকালে খুলনার শিববাড়ি মোড়ের টিসিবি ভবনের দ্বিতীয়তলায় সরকারি মোবাইল ফোন অপারেটর টেলিটক বাংলাদেশ লিমিটেড এর গ্রাহকসেবা কেন্দ্রের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে তিনি বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের প্রধান অংশীদার হবে তথ্যপ্রযুক্তি খাত। প্রযুক্তির উন্নয়ন ও বিস্তৃতির মাধ্যমেই দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাবে। ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে ইন্টারনেটসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। টেলিটক ও বিটিসিএলকেও তার সক্ষমতা বৃদ্ধি করতে হবে। অনুষ্ঠানে জানানো হয়, সেবা কেন্দ্রটি হতে টেলিটকের গ্রাহকরা সিম সংশ্লিষ্ট সকলসেবা তাৎক্ষণিকভাবে পাবেন।

টেলিটক বাংলাদেশ লিমিটেডের আয়োজনে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাহাব উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মাঈনউদ্দীন হাসান। এসময় টেলিটক বাংলাদেশ লিমিটেডের জেনারেল ম্যানেজার শেখ ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *