November 28, 2024
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় টাস্কফোর্সের অভিযানে পাঁচজন আটক, ১১২ বোতল ফেন্সিডিল উদ্ধার

দ. প্রতিবেদক
খুলনায় মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ১১২ বোতল ফেন্সিডিলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার খুলনা মহানগরীর হরিণটানা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইসমাইল হোসেন এবং মোঃ রাকিবুল হাসান।
আটকরা হলেন- শেখ ইমরান হোসেন ইমু (২২), মাহমুদ হোসেন ইমরান (২৫), আব্দুল হান্নান (২৩), মোঃ আলাল শেখ (৩০) ও মোঃ ইউসুফ উদ্দিন গাজী (৩০)।
জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন এর নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলীর তত্ত্বাবধানে মঙ্গলবার নগরীর হরিণটানা এলাকায় জেলা প্রশাসন খুলনার নেতৃত্বে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। এসময় ১১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। জিরো পয়েন্ট কৃষ্ণনগর এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে ফেন্সিডিল মজুদ করা হয়েছিলো। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়। মাদকের ব্যবহার ও বাণিজ্য রোধে জেলা প্রশাসনের নেতৃত্বে টাস্কফোর্সের এমন অভিযান অব্যাহত থাকবে।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *