খুলনায় জেসকো কাবাবকে এক লাখ টাকা জরিমানা
দ. প্রতিবেদক
অস্বাস্থ্যকর পরিবেশে তৈরিকৃত নিম্নমানের খাবার বিক্রয় করার অভিযোগে খুলনায় জেসকো কাবাবকে এক লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক।
রাতে তিনি এ প্রতিবেদককে বলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুপ আলীর তত্ত্বাবধানে নগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে পাওয়ার হাউজ মোড়স্থ জেসকো কাবাবকে খাবার তৈরি ও পরিবেশন করতে দেখা যায়। অবহেলা জনিত কারণে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরিকৃত নিম্নমানের খাবার বিক্রয় করে সেবাগ্রহীতার স্বাস্থ্যহানী ঘটানোর অপরাধে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, অন্যদিকে ‘ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’ এর সংশ্লিষ্ট ধারার বিধান মোতাবেক ৫ জন ব্যক্তিকে প্রকাশ্যে ধুমপান করার অপরাধে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন বাংলাদেশ আনসারের সদস্যগণ। ভোক্তাদের অধিকার সংরক্ষণে এবং প্রকাশ্যে ধুমপান প্রতিরোধে জেলা প্রশাসনের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ