খুলনায় জিয়াউর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী পালন
খুলনা বিএনপি নেতারা তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে ঝাপিয়ে পড়ার আহবান জানিয়েছেন। কারাবন্দী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারলে গণতন্ত্র মুক্তির সংগ্রাম সফল হবেনা বলে মন্তব্য করেন তারা।
বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৩৮তম শাহদাত বার্ষিকীতে খুলনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেছেন।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে শহীদ জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। বিভিন্ন স্থানে কোরআন খতমের আয়োজন করা হয়। দুপুরের পর থেকে ইফতারের আগ পর্যন্ত নগরীর বিভিন্ন ওয়ার্ড, থানা ও ইউনিটে চলে কোরআনখানি, আলোচনা. দোয়া ও দুঃস্থদের মাঝে ইফতার ও বস্ত্র বিতরণ।
জেলা বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসের উপদেষ্টামন্ডলীর সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাই। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, মুবিজর রহমান, সৈয়দা নার্গিস আলী, আমীর এজাজ খান, অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক। আসাদুজ্জামান মুরাদের পরিচালনায় দোয়া মোনাজাত করেন ওলামা দল নেতা মাওলানা শফিকুল ইসলাম।
কর্মসূচিতে নগর বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, সিরাজুল ইসলাম, শাহজালাল বাবলু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, মেহেদী হাসান দীপু, শফিকুল আলম তুহিন, আজিজুল হাসান দুলু, ইকবাল হোসেন খোকন,সাদিকুর রহমান সবুজ, ডাঃ সেখ মোঃ আখতার উজ জামান, এ্যাড. গোলাম মাওলা, এহতেশামুল হক শাওন, শেখ সাদী, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, সাজ্জাদ হোসেন তোতন, মুর্শিদ কামাল, মাসুদ পারভেজ বাবু, কে এম হুমায়ুন কবির, একরামুল হক হেলাল, আব্দুল আজিজ সুমন, শামসুজ্জামান চঞ্চল, মাহবুব হাসান পিয়ারু, কামরান হাসান, শরিফুল ইসলাম বাবু, হেলাল আহমেদ সুমন, অধ্যাপক শফিকুল আলম মুন্সি, নিয়াজ আহমেদ তুহিন, হাসান মেহেদী রিজভী, মুজিবর রহমান ফয়েজ, বদরুল আনাম খান, জামিরুল ইসলাম, মেজবাহউদ্দিন মিজু, ওয়াহিদুর রহমান দীপু, তৌহিদুল ইসলাম খোকন, আব্দুল আলিম, হাসনা হেনা, আব্দুর রহমান ডিনো, কাজী মাহমুদ আলী, মাওলানা আব্দুল গফফার, জাহাঙ্গীর হোসেন, লিটু পাটোয়ারী, মোহাম্মদ আলী, সাব্বির আহমেদ, আবু বক্কর, ম শা আলম, কওসারী জাহান মঞ্জু, আনজিরা খাতুন এবং জেলা বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, আব্দুর রকিব মল্লিক, মোল্লা খায়রুল ইসলাম, অধ্যাপক মনিরুল হক বাবুল, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা প্রমুখ।