খুলনায় জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল বুধবার জাতীয় পার্টির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী খুলনা জেলা জাতীয় পার্টির উদ্যোগে বেলা ১১টায় ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলয়ো করেন হাফেজ মোঃ শামীউল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জাপা’র সভাপতি শফিকুল ইসলাম মধু এবং সঞ্চালনায় ছিলেন যুগ্ম সম্পাদক জি এম বাবুল।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনায় অংশ নেন জেলা জাপা’র সাধারণ সম্পাদক এম হাদী উজ-জামান, সহ-সভাপতি মোতয়ালী শেখ, রিয়াজ উদ্দিন হাওলাদার, শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন, জাপা নেতা আলহাজ্ব মোঃ ইসমাইল খান টিপু, শেখ নাজমুল করিব সাদী, মোঃ শাহজাহান আলী সাজু, রহমত আলী খান, এস এম এরশাদুজ্জামান ডলার, সরদার জিয়াউল হক জিয়া, আব্দুল আজিজ, মোঃ শফিকুল ইসলাম বাচ্চু, মোল্লা সাইফুল ইসলাম, আশরাফুল ইসলাম সেলিম, প্রিন্স হোসেন কালু, মোঃ দেলোয়ার হোসেন, এস এম হারুনর রশীদ, হোসেন আলী সরদার, মোঃ কালা চান, মোঃ জমির উদ্দিন, হাসানুর রশীদ রাসেল, মাজাহার জোয়ার্দ্দার পান, অপূর্ব দত্ত নেকু, মঞ্জুর আহমেদ সেলিম, মোঃ শহিদ, চৌধুরী মাহাতার উদ্দিন, এজাজ আহমেদ, তাইজুল ফকির, অসীম মল্লিক, মোৎ ইউসুফ শেখ, ফারুখ হোসেন, রেজা মহসীন, আব্দুস সাত্তার হাওলাদার, গাজী মোশাররফ হোসেন, মোঃ নুরুল ইসলাম ছোট, শহীদুল ইসলাম সানা, মোঃ রাসেল হোসেন প্রমুখ। বক্তারা অনশনরত জুট মিলস শ্রমিকদের ১১ দফা দাবির প্রতি সংহতি প্রকাশ করেন এবং অবিলম্বে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেয়ার সরকারের প্রতি আহŸান জানান।