December 28, 2024
আঞ্চলিক

খুলনায় জাতীয় গণহত্যা দিবসে আলোক প্রজ্জ্বলন

 

 

 

গতকাল সোমবার বিকাল ৪টায় ‘জাতীয় গণহত্যা দিবস’ উপলক্ষে ১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরে ‘১৯৭১ : গণহত্যা ও আন্তর্জাতিক স্বীকৃতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান ও আলোক প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণহত্যা জাদুঘর ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণহত্যা জাদুঘর ট্রাস্টের ট্রাস্টি সম্পাদক ডা. শেখ বাহারুল আলম।

অনুষ্ঠানের শুরুতেই জাদুঘরের সামনে ২৫ মার্চের গণহত্যাকে আন্তর্জাতিক স্বীকৃতি ও আন্তর্জাতিক গণহত্যা দিবস ঘোষণার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে অতিথিরা আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে একাত্তরের গণহত্যা ও তার আন্তর্জাতিক স্বীকৃতির বিষয়ে কথা বলেন।

আলোচনা অনুষ্ঠানের পর ইমন শিকদার এর ‘‘গণহত্যা : খুলনা ১৯৭১” প্রামাণ্যচিত্রের প্রদর্শনি করা হয় এবং এরপর একাত্তরের শহিদদের স্মরণে জাদুঘরের সামনে নির্মিত অস্থায়ী বেদীতে আলোক প্রজ্জ্বলন করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *