খুলনায় জরুরিভাবে গণটিকা চালু ও টিকাকেন্দ্র বাড়ানোর আহবান
খবর বিজ্ঞপ্তি
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে হলে টিকা ও স্বাস্থ্যবিধি মানার কোন বিকল্প নেই। খুলনা অঞ্চলে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে উল্লেখ করে জরুরিভাবে গণটিকা চালু ও টিকা কেন্দ্র বাড়ানোর আহবান জানিয়েছেন।
রবিবার নগরীর ২৯ ওয়ার্ডের কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন। কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শেষে সাধারন মানুষকে সচেতন করার লক্ষ্যে নতুনবাজার এলাকায় মাস্ক বিতরণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জাফরুল্লাহ খান সাচ্চু, এড. ফজলে হালিম লিটন, রেহানা ঈসা, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু আসাদুজ্জামান মুরাদ, মহিবুজ্জামান কচিু, ইউসুফ হারুন মজনু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, মিজানুর রহমান মিলটন, মেজবাহ উদ্দিন মিজু, নাজমুল হক মুকুল, সিরাজুল ইসলাম লিটন, শাহ আলম, শামীম আশরাফ, এড. ওমর ফারুক বনি, মোস্তফা কামাল মিন্টু, ফিরোজ আহমেদ, এবাদুল ইসলাম, সাজ্জাত হোসেন জিতু, শরিফুল ইসলাম, কাওসারী জাহান মঞ্জু, মাসুদ রুমি, নেন্সি, রাহাত হোসেন, তুহিন ইসলাম, ফয়জুল ইসলাম বাবু প্রমুখ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়