খুলনায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শীর্ষক কর্মশালার সমাপনী
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, সুষ্ঠু ও সুন্দরভাবে নাগরিকসেবা প্রদানের লক্ষ্যে নাগরিকদের জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে। জন্ম নিবন্ধন নাগরিক অধিকার সমুন্নত রাখে এবং তার জাতীয়তার পরিচয় বহন করে।
সিটি মেয়র গতকাল বুধবার সকালে খুলনা জেলা প্রশসনের সম্মেলন কক্ষে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শীর্ষক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। নির্ভুলভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পন্ন করতে ইউনিসেফ এর সহযোগিতায় জেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করে।
খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র সচিব মো: আজমুল হক ও ইউনিসেফ-খুলনার ফিল্ড অফিসের চীফ মোঃ কাওছার হোসেন। রিসোর্স পারসন হিসেবে বক্তৃতা করেন ভাইটাল স্ট্রাটেজিস-এর কান্ট্রি ডিরেক্টর সাবেক সচিব মোঃ নজরুল ইসলাম এবং স্বাগত বক্তৃতা করেন স্থানীয় সরকার খুলনার উপপরিচালক মো: ইকবাল হোসেন।
কেসিসি’র কাউন্সিলর শেখ হাফিজুর রহমান হাফিজ, কাজী আবুল কালাম আজাদ বিকু, জেড এ মাহমুদ ডন, এস এম মোজাফ্ফর রশিদী রেজা, মোঃ আরিফ হোসেন মিঠু, মোঃ হাফিজুর রহমান, ইমাম হাসান চৌধুরী ময়না, সংরক্ষিত আসনের কাউন্সিলর শেখ আমেনা হালিম বেবী, মাহমুদা বেগম, কনিকা সাহা, মাজেদা খাতুন, রেকসনা কালাম লিলিসহ জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ কর্মশালায় অংশগ্রহণ করেন।