December 25, 2024
আঞ্চলিক

খুলনায় ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ইশা ছাত্র আন্দোলনের মানববন্ধন

 

দ: প্রতিবেদক

দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারী কলেজ সমূহে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার খুলনা মহানগর ও জেলা শাখার ব্যবস্থাপনায় সকাল ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নগর সভাপতি মুহা. সাইফুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক নাজমুস সাকিবের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ।

মানববন্ধনে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মুহা. নাসির উদ্দীন, জেলা সেক্রেটারী মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সভাপতি মুহা. ইসমাইল হোসেন, ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহা. ইসহাক ফরিদী, শেখ আমীরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন নগর সাধারণ সম্পাদক ইমরান হোসেন মিয়া, ইশা ছাত্র আন্দোলন খুলনা জেলা সভাপতি এস কে নাজমুল হাসান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এইচ.এম. খালিদ সাইফুল্লাহ, আব্দুল্লাহ আল নোমান, মঈনুল ইসলাম, এনামুল হাসান সাঈদ, মোঃ আমানুল্লাহ, ইয়ামিন মোল্লা, মুহা. ইব্রাহিম ইসলাম আবীর, ফরহাদ মোল্লা, শফিকুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, মাহদী হাসান মুন্না, মশিউর রহমান, ইয়াছিন হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ রক্ষায় ও শিক্ষাবান্ধব পরিবেশ এবং দেশপ্রেমী যোগ্য নেতৃত্ব গঠনে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বচনের কোন বিকল্প নাই। মানববন্ধনে বক্তারা অবিলম্বে অবাধ সুষ্ঠু ও সকলের অংশগ্রহণের মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচনের দাবী জানান।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *