খুলনায় ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী জাকজমকপূর্ণভাবে পালন করলো খুলনা মহানগর ছাত্রদল। গতকাল বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ছাত্রদল প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার লক্ষে গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর ৬নং কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে সভা ও র্যালীর আয়োজন করে।
মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হেলাল আহম্মেদ সুমন’র সভাপতিত্বে সভা ও র্যালীর উদ্বোধন করেন সাবেক ছাত্রনেতা শফিকুল আলম তুহিন, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা শেখ সাদ।
সভায় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা সুলতান মাহমুদ, সাবেক ছাত্রনেতা কাজী মাহমুদ, সাবেক ছাত্রনেতা মোনতাসির আল মামুন, মহানগর যুবদলের সভাপতি মাহাবুব হাসান পিয়ারু, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ বাবু, নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, মাহাবুব হাসান বিপ্ল, সা শহিদুল ইসলাম লিটন।
সভায় মিজানুর রহমার বাবু’র সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএল কলেজ শাখার সভাপতি রিয়াজ শাহেদ, সদর থানা ছাত্রদলের সভাপতি মুজাহিদুল ইসলাম টনি, সৈয়দ মাইনুল ইসলাম, বিল্লাল হোসেন, রতন সরদার, ইমরান বিশ্বাস, জিএস রিপন, নাজিবুর রহমান শাকিল, মোঃ নাইম হাসান হাসিব, কেএম হেলাল হোসেন, হেদায়েত উল্লাহ দীপু, আজমাইন হোসেন রাসেল, শাকিল আহম্মেদ, বাবলু গাজী, মোঃ রাজীব শেখ, বেলাল সরদার, সৌরভ হোসেন বাপ্পি, খালিদ বিন ওয়ালিদ শোভন, মাজহারুল ইসলাম রাসেল, রাজু আহম্মেদ, তৈয়বুর, মোহাম্মদ আলী, আব্দুল্লাহ আল মামুন, মোঃ ইমরান মৃধা, মাজহারুল, রাব্বী, সানি, শিথীল প্রমুখ।