খুলনায় চোলাই মদ, ইয়াবা ও গাঁজাসহ আটক ৫
দ. প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে চোলাই মদ, ইয়াবা ও গাঁজাসহ পাঁচ বিক্রেতাকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। এসময় তাদের কাছ থেকে সাড়ে পাঁচ লিটার চোলাই মদ, ১৩ পিস ইয়াবা এবং ১শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৪টি মাদক মামলা দায়ের করা হয়েছে। কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. জাহাঙ্গীর আলম এ তথ্য জানিয়েছেন।
আটকরা হলেন- বটিয়াঘাটা হোগলাডাঙ্গা বাঁশবাড়ীয়া এলাকার মৃত আলহাজ শাহাবুদ্দীনের পুত্র আবু জাফর (৬১), খালিশপুর দক্ষিণ কাশিপুর বাংলার মোড় এলাকার মৃত আইউব আলী খানে পুত্র মোঃ নাজমুল খান(৩৭), একই এলাকার মৃত জিন্নাত চৌধুরীর পুত্র মেহেদি হাসান জাহাঙ্গীর (৩৯), দৌলতপুর সবুজ সংঘ মাঠ রোড এলাকার মোঃ আকাশ রহমানের পুত্র মোঃ রাকিবুল ইসলাম ওরফে জীবন (১৫) এবং আড়ংঘাটা ঝাউতলা এলাকার মোঃ ফরহাদ মোল্লার পুত্র মোঃ তারেক মোল্লা (১৯)।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ