খুলনায় চিকিৎসাধীন তিন করোনা রোগীর মৃত্যু, একদিনে শনাক্ত আরও ৭৯
দ. প্রতিবেদক
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন করোনা রোগী মারা গেছেন। গত শুক্রবার দিবাগত রাতের বিভিন্ন সময় তারা মারা যান। করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. শেখ ফরিদ উদ্দীন আহমেদ দক্ষিণাঞ্চল প্রতিদিনকে এ তথ্য জানিয়েছেন।
করোনা হাসপাতাল সূত্রে জানা যায়, যশোরের তাইজুল ইসলামের স্ত্রী আনোয়ারা বেগম (৬০) করোনা পজেটিভ নিয়ে ১২ আগস্ট হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। খুলনা মহানগরীর বয়রার তকদির আহাম্মেদের ছেলে হাবিবুর রহমান (৫৫) করোনা পজেটিভ নিয়ে ১৩ আগস্ট হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার রাত ১২টা ৪৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়। এছাড়া যশোরের শার্শার মৃত আব্দুল মাজেদের ছেলে আতিয়ার রহমান (৮০) করোনা পজেটিভ নিয়ে ১৩ আগস্ট হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। শুক্রবার রাত ১টা ৪৫ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
এদিকে গত ২৪ ঘণ্টায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) আরটি-পিসিআর ল্যাবে আরও ৭৯ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। যার মধ্যে ৪০ জনই খুলনা জেলা ও মহানগরীর। গতকাল শনিবার তাদের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ এসেছে। খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ দক্ষিণাঞ্চল প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খুমেকের আরটি-পিসিআর মেশিনে শুক্রবার মোট ২৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিলো ১২১টি। এদের মধ্যে মোট ৭৯ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার ৪০ জন খুলনার। এছাড়াও খুমেকের ল্যাবে সাতক্ষীরার ৭ জন, যশোরের ১৪ জন, বাগেরহাটের ১৫ জন, পিরোজপুরের ২ জন ও চুয়াডাঙ্গার ১ জনের করোনা শনাক্ত হয়েছে।