খুলনায় চিকিৎসাধীন অবস্থায় দুই করোনা রোগীর মৃত্যু
দ. প্রতিবেদক
খুলনায় চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত দুই রোগীর মৃত্যু হয়েছে। আজ বুধবার খুলনা মেডিকেল কলেজ হাসপাাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন বাগেরহাট জেলার রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আবু বক্কর এর স্ত্রী সাহিদা বেগম (৬৫) ও ঝিনাইদহ জেলার সদর উপজেলাধীন আরবপুর গ্রামের মৃত সিরাজুল হকের পুত্র আবুল হাসেম (৪৫)।
ডা. মো. মিজানুর রহমান জানান, করোনায় আক্রান্ত হয়ে বুধবারই খুলনা মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি হন সাহিদা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টায় তার মৃত্যু হয়। এর আগে সকাল সাড়ে ৭টায় মৃত্যু হয় আবুল হাসেমের। তিনি গত ২২ মার্চ থেকে খুলনা মেডিকেলের করোনা ইউনিটে ভর্তি ছিলেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ