খুলনায় চরমোনাইর নমুনায় ওয়াজ মাহফিল শুরু আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনায় চরমোনাই’র মাহফিলের নমুনায় ১৬ জানুয়ারী হতে ১৮ জানুয়ারী’ ২০ তিনদিনব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল নগরীর খালিশপুর গোয়ালখালী ক্যাডেট স্কীম মাদ্রাসা ময়দানে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে।
আজ প্রথম দিন বৃহস্পতিবার বাদ জোহর উদ্বোধনী বয়ানের মধ্যদিয়েই চরমোনাই নমুনায় তিনদিনব্যাপী বাৎসরিক ওয়াজ মাহফিল শুরু হচ্ছে। এছাড়া বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার ব্যবস্থাপনায় নবাগত সদস্য তারবিয়াত ও রাত ৯টায় আখেরী বয়ান করবেন আমীরুল মুজাহীদিন মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।