খুলনায় গ্রেফতার দুই শ্রমিক নেতার সাত দিনের রিমান্ডের আবেদন
দ. প্রতিবেদক
সদ্য বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত পাটকল খুলনার স্টার জুটমিলের শ্রমিক ও পাটশিল্প রক্ষা যুব জোটের আহ্বায়ক অলিয়ার রহমান এবং প্লাটিনাম জুবিলী জুট মিলের শ্রমিক ও পাটশিল্প রক্ষা যুব জোটের উপদেষ্টা নূর ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্যে ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
গত সোমবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে তাদের দৌলতপুর থানার মামলায় গ্রেফতার দেখানো হয়। এরআগে, গত রবিবার (০৫ জুলাই) দিবাগত মধ্যরাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে তুলে নেয়া হয় বলে অভিযোগ তাদের পরিবারের।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানিয়েছেন, ২০১৯ সালের ৪ এপ্রিল পাটকল শ্রমিকদের বিক্ষোভ থেকে নগরীর নতুন রাস্তা মোড়ের পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর করা হয়েছিল। ওই ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় তাদের সন্দেহভাজন হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা থানার এসআই শাহীনুর রহমান তাদের আদালতে পাঠিয়েছেন। তিনি জানান, আসামীদের জিজ্ঞাসাবাদে সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।