January 19, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় গৃহস্থালীর বর্জ্য থেকে ডিজেল, সার ও বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত

খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগরীতে প্রতিদিনের উৎপাদিত গৃহস্থালীর বর্জ্য থেকে ডিজেল, কমপোস্ট সার ও বায়োগ্যাস প্লান্ট স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এডিবি’র অর্থায়নে ও নগর অঞ্চল উন্নয়ন (সিআরডি) প্রকল্প-২ এর কারিগরি সহযোগিতায় ৫৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে। ডুমুরিয়া উপজেলার শলুয়ায় ৪৪ একর জমির ওপর প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
মঙ্গলবার বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়নে অনুষ্ঠিত সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সাব প্রজেক্ট (কমপোস্টিং প্লান্ট ও এ্যাসোশিয়েটেড ফ্যাসিলিটিস ইন কেসিসি ইনক্লুডিং এ্যাপ্রোচ রোড এট কুয়েট) আনডার সেকেন্ড সিটি রিজিয়ন ডেভলপমেন্ট প্রজেক্ট’ শীর্ষক পরামর্শক সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
খুলনাকে পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গৃহীত প্রকল্পটির গুরুত্ব তুলে ধরে সভায় সিটি মেয়র বলেন, আমরা আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে চাই। তিনি কেসিসি’র সকল জনপ্রতিনিধি এবং কর্মকর্তা-কর্মচারীকে এ লক্ষ্য পূরণে একাগ্রচিত্তে কাজ করার অনুরোধ জানান। বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ প্রকল্পটি বাস্তবায়িত হলে তা দেশে মডেল হিসেবে বিবেচিত হবে। সড়ক ও ড্রেনের জায়গা যারা নিজস্ব সম্পত্তি হিসেবে ব্যবহার করছেন খুলনার উন্নয়নের স্বার্থে তিনি স্ব উদ্যোগে জায়গাসমূহ ছেড়ে দেয়ার আহবান জানান।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা’র পরিচালনায় অনুষ্ঠিত পরামর্শক সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না, মো: আলী আকবর টিপু, কাউন্সিলর শেখ মোঃ গাউসুল আজম, ইমাম হাসান চৌধুরী ময়না, আশফাকুর রহমান কাকন, শেখ মোশারাফ হোসেন, মুন্সী আব্দুল ওয়াদুদ, মোঃ মনিরুজ্জামান, মোঃ আব্দুস সালাম, গোলাম মাওলা শানু, শেখ শামসুদ্দীন আহমেদ প্রিন্স, মোঃ ডালিম হাওলাদার, শেখ মোহাম্মদ আলী, মোঃ হাফিজুর রহমান মনি, এমডি মাহফুজুর রহমান লিটন, মোঃ সাইফুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর শেখ আমেনা হালিম বেবী, মাজেদা খাতুন, সাহিদা বেগম, মনিরা আক্তার, রহিমা আক্তার হেনা, পারভীন আক্তার, মাহমুদা বেগম, প্রধান প্রকৌশলী মোঃ এজাজ মোর্শেদ চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, নির্বাহী প্রকৌশলী জাহিদ হোসেন শেখ, কঞ্জারভেন্সি অফিসার মোঃ আনিসুর রহমান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, সিআরডি প্রকল্প-২ এর কমিউনিটি উন্নয়ন বিশেষজ্ঞ মোঃ আব্দুল্লাহ আল ফারুক, আরবান প্লানার মোঃ শামসুজ্জামান, ড্রেনেজ প্রকৌশলী গোলাম মোস্তফা, স্ট্রাকচার প্রকৌশলী মোঃ সামসুজ্জামান, জিআইএস মোঃ আশরাফ উজ জামান, খুলনা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক কাজী মাসুদুল ইসলাম, মোঃ মফিদুল ইসলাম টুটুল, খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কেসিসি উইমেন্স কলেজের অধ্যক্ষ মোঃ তৌহিদুজ্জামান, ইসলামাবাদ কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আবু দারদা মোঃ আরিফ বিল্লাহ, হাজী শরিয়ত উল্লাহ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেখ জাহিদুজ্জামানসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা’র কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় কেসিসি’র তত্ত্বাবধানে পরিচালিত আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের (২য় পর্যায়) পার্টনারশীপ কমিটির এক সভা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সভাপতিত্বে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যসেবা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ সভার আয়োজন করে। সভায় সিটি মেয়র মা ও শিশুর পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকারের বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বলেন, সরকারের পাশাপাশি কেসিসিও তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্য সেবায় নিয়োজিত সকল সরকারি-বেসরকারি সংস্থার কাজের সমন্বয় সাধনের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকের আদলে আরবান প্রাইমারী হেলথ কেয়ার সেন্টারগুলোতে চিকিৎসা কার্যক্রম চালু করা করা হলে সরকারি হাসপাতালগুলোতে সেবা প্রত্যাশী মানুষের চাপ কমবে।তিনি মহানগরী এলাকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও আরো আধুনিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে এ্যাম্বুলেন্স সেবাসহ আনুসঙ্গিক সকল সেবা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। সভায় সংরক্ষিত আসনের কাউন্সিলর কনিকা সাহা, প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পলাশ কান্তি বালা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ একেএম আব্দুল্লাহ, খুলনা মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপ্যাল ও বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ, কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ স্বপন কুমার হালদার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ শেখ সাদিয়া মনোয়ারা উষা, এডামস-এর উপনির্বাহী পরিচালক আশিক মাহমুদ, প্রকল্প ব্যবস্থাপক তাপস দাস, বাপসা’র প্রকল্প ব্যবস্থাপক মোঃ গোলাম রসুল, সূর্যের হাসি নেটওয়ার্কের ক্লিনিক ম্যানেজার মোঃ আনিস উদ্দিন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *