January 19, 2025
আঞ্চলিকবিজ্ঞপ্তিলেটেস্ট

খুলনায় গুণীজন স্মৃতি পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি
শনিবার সকাল সাড়ে ১০টায় গুণীজন স্মৃতি পরিষদের উদ্যোগে বিএমএ মিলনায়তনের ‘বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি’ এর স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংঙ্গীতের মধ্যেদিয়ে অনুষ্ঠিত এই আলোচনায় সভাপতিত্ব করেন গুণীজন স্মৃতি পরিষদের উপদেষ্ঠা ও বিএমএ’র সভাপতি ডা: শেখ বাহারুল আলম। প্রবন্ধ উপস্থাপন করেন অনুষ্ঠানের সঞ্চালক সাংবাদিক মহেন্দ্র নাথ সেন ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোপী কিষাণ মুন্ধড়া, ডা: শেখ সাদিয়া মনোয়ারা ঊষা, শরীফ শফিকুল হামিদ চন্দন, হুমায়ুন কবির ববি, প্রশান্ত কুমার কুন্ডু, অসীম আনন্দ দাস, শেখ মফিদুল ইসলাম, তপন কুমার রায়, মিজানুর রহমান বাবু, এফ এম ইকবাল, বিজয় কুমার ঘোষ, রতন মিত্র, অধ্যক্ষ ডা: এম এন আলম সিদ্দিকী, ক্যাপ্টেন (অব:) ডি, কে, হালদার, এস এম মাহাবুবুর রহমান খোকন, এস এম ইকবাল হোসেন, জেসমিন জামান, অজন্তা দাস, এ্যাড: দেবানন্দ হুই চৌধুরী, কৃষ্ণা দাস, রতন কুমার নাথ, বিশ্বজিৎ দে মিঠু, ভবেশ সাহা, সাধারণ সম্পাদক এস এম ফারুখ-উল ইসলাম, সঞ্জয় কুমার মল্লিক, শেখ আব্দুল হালিম, সাংবাদিক রাশিদুল আহসান বাবলু, মো: ইমদাদ আলী, এল কে টফি, এম মোস্তফা কামাল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ভিন দেশের একজন রাজনীতিবিদ হয়েও বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যে কয়েকজন ব্যক্তির সবচেয়ে বেশি প্রভাব ছিল, মি. মুখার্জি ছিলেন তাদের মধ্যে অন্যতম – যে বিষয়টি তাঁর নিজের লেখাতেই উঠে এসেছিল।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *