খুলনায় গাঁজা ও মদসহ দু’জনকে আটক
দ: প্রতিবেদক
খুলনায় ৫০ গ্রাম গাঁজা ও ৭ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকরা হলেন তেরখাদা উপজেলার মল্লিকপুর সুইজগেট এলাকার শহর আলী গাজীর ছেলে কাইয়ুম গাজী (১৯) ও মোংলা উপজেলার মৃত নওয়াব আলীর ছেলে মোঃ মজিবর রহমান (৫০)। গত শুক্রবার রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
জেলা ডিবি পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ এর নেতৃত্বে রূপসা থানা এলাকায় মাদক উদ্ধারসহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানাধীন সেনের বাজারস্থ ফেরীঘাট পল্টনের সামনে থেকে আসামী কাইয়ুম গাজীকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
অপর এক অভিযানে দাকোপ থানাধীন বানিয়াশান্তা বাজারস্থ মোটরসাইকেল স্ট্যান্ড ও যুধিষ্ঠির মুদি দোকানের সামনে থেকে আসামী মজিবর রহমানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭ লিটার দেশীয় তৈরী চোলাই মদ জব্দ করা হয়। এ পৃথক ঘটনায় উপরোক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।