November 30, 2024
আঞ্চলিককরোনালেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২৯ শতাংশ

দ. প্রতিবেদক
খুলনা জেলায় গত ২৪ ঘণ্টায় ৪১২ জনের নমুনা পরীক্ষায় ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ করোনা আক্রান্তের হার ২৯ শতাংশ। এ সময়ের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। যাদের দু’জনের বাড়ি বাগেরহাটে, একজন রূপসা উপজেলার।
খুলনা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা বৃহস্পতিবার সকালে দক্ষিণাঞ্চল প্রতিদিনকে জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলার মোট ৪১২ জনের নমুনা পরীক্ষায় ১২২ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৫২ জনের নমুনা পরীক্ষায় ৭১ জন, ২০ জনের জিন এক্সপার্ট পরীক্ষায় ৯ জন ও ১৪০ জনের র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৪২ জনের রিপোর্ট পজিটিভ আসে। অর্থাৎ জেলা ও মহানগরীতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার শতকরা ২৯ ভাগ।
তিনি আরও জানান, এই সময়ের মধ্যে খুলনার রূপসা উপজেলার একজনের মৃত্যু হয়েছে। খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে মারা গেছেন ২ জন। যাদের বাড়ি পার্শ্ববর্তী বাগেরহাট জেলায়।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *