December 22, 2024
আঞ্চলিক

খুলনায় গণহত্যা জাদুঘর পরিদর্শনে ভোরের কাগজের সম্পাদক

খবর বিজ্ঞপ্তি

গতকাল বুধবার বিকালে দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র গণহত্যা জাদুঘর ‘১৯৭১ : গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’ পরিদর্শনে আসেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত ও সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম।

গণহত্যা জাদুঘরে তাঁদেরকে স্বাগত জানান জাদুঘর ট্রাস্টের সভাপতি প্রখ্যাত ইতিহাসবিদ বঙ্গবন্ধু অধ্যাপক ড. মুনতাসীর মামুন ও ট্রাস্টি সম্পাদক ড. চৌধুরী শহীদ কাদের। তাাঁরা জাদুঘরের প্রত্যেকটি গ্যালারি ঘুরে ঘুরে দেখেন। জাদুঘরে ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতনের চিত্র ও নিদর্শন দেখে আবেগাপ্লুত হয়ে পরেন। এম নজরুল ইসলাম ইউরোপীয় বিভিন্ন গণহত্যা ও হলোকাস্ট জাদুঘরের সাথে এ গণহত্যা জাদুঘরকে সম্পৃক্তকরণের মাধ্যমে বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কাজ করবে।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৭ মে খুলনা শহরে বঙ্গবন্ধু অধ্যাপক মুনতাসীর মামুনের উদ্যোগে এই জাদুঘর প্রতিষ্ঠিত হয়। এই জাদুঘরে ১৯৭১ সালের গণহত্যা-নির্যাতনের নানা দু®প্রাপ্য দলিল, নিদর্শন, স্মারক ও স্মৃতিচিহ্ন সংরক্ষিত আছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত¡বধানে গণহত্যা জাদুঘরের স্থায়ী ভবন নির্মাণের কাজ শুরু হওয়ায় খুলনা শহরের ৪২৪/৬, সোনাডাঙ্গা আবাসিক এলাকা (২য় ফেইজ)- এ জাদুঘর ০২ জুলাই ২০১৯ থেকে কার্যক্রম শুরু করে ।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *