খুলনায় গণপরিবহণে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা
দ. প্রতিবেদক
আজ বৃহস্পতিবার নগরীর বিভিন্ন বাসস্ট্যান্ড ও গণপরিবহণে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় গণপরিবহণে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক না পড়ার অপরাধে ৪টি মামলায় মোট ৩ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ-আল-ফয়সাল এবং তাহমিদুল ইসলাম তমাল। পুলিশ বাহিনীর সদস্যগণ মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
এদিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মির নেতৃত্বে অপর একটি মোবাইল কোর্টের অভিযানে একজন মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা। করোনাকালে স্বাস্থ্যবিধি রক্ষায় ও মাদক নিয়ন্ত্রণে জেলা প্রশাসন, খুলনার এমন উদ্যোগ অব্যাহত থাকবে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ